HighlightNewsরাজ্য

Bangladesh: বাংলাদেশের হিংসার ঘটনায় ইন্ধন জুগিয়েছে পশ্চিমবঙ্গের ভোট পরবর্তী হিংসা: দাবি RSS-এর

টিডিএন বাংলা ডেস্কঃ বাংলাদেশের সাম্প্রদায়িক হিংসার ঘটনার পিছনে এপার বাংলার ভোট পরবর্তী হিংসার ঘটনা ইন্ধন জুগিয়েছে, এবার এমনটাই দাবি করল RSS-এর বঙ্গ শাখা। RSS-এর পশ্চিমবঙ্গ শাখার সাধারণ সম্পাদক জিষ্ণু বসু বলেন, ‘যদি বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচারের ধরন দেখেন তাহলে বুঝতে পারবেন এই ঘটনার নেপথ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী হিংসা। হিন্দু বাঙালিদের উপর যে নৃশংসতার সঙ্গে হামলা করা হয়েছিল তাতে একটি বার্তা গিয়েছে যে হিন্দু বাঙালিরা পরাজিত হয়েছে এবং এই চিন্তাধারাই ওপার বাংলার একাংশকে সংশ্লিষ্ট দেশের সংখ্যালঘুদের উপর হামলা করার জন্য ইন্ধন জুগিয়েছে।” তিনি আরও অভিযোগ করেন, “বাংলাদেশে যারা এই দাঙ্গার ঘটনার সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে পুলিশ পদক্ষেপ নিয়েছে। কিন্তু, পশ্চিমবঙ্গে পুলিশের তরফে কোনও পদক্ষেপ নেওয়া হচ্ছে না। যাঁরা CAA-র বিরোধিতা করেছিলেন তাঁরা ওপার বাংলায় সংখ্যালঘুদের উপর আক্রমণের ঘটনায় একেবারে চুপ। তাঁরা বাংলাদেশের সংখ্যালঘুদের কথা ভাবেননি। আমরা প্রথম থেকেই CAA-কে সমর্থন করে এসেছি।” এই প্রসঙ্গে এ রাজ্যের বুদ্ধিজীবীদের বিরুদ্ধেও তিনি অভিযোগ তুলে বলেন, “বাংলাদেশের সংখ্যালঘুদের উপর হিংসার ঘটনায় বুদ্ধিজীবীদের একাংশ মুখই খোলেননি।”

Related Articles

Back to top button
error: