কয়লা চোরাচালান কাণ্ডে বাঁকুড়ার আইসি অশোক মিশ্রকে গ্রেফতার করল ইডি

ছবি সৌজন্যে ইডির টুইটার পেজ।

টিডিএন বাংলা ডেস্ক: কয়লা চোরাচালান কাণ্ডে ইন্সপেক্টর ইনচার্জ অশোক মিশ্রকে গ্রেপ্তার করল ইডি। সূত্রের খবর অনুযায়ী,অশোক মিশ্র তৃণমূল কংগ্রেসের যুব নেতা বিনয় মিশ্রের ঘনিষ্ঠ সহযোগী, যার বিরুদ্ধে কয়লা ও গবাদিপশু পাচারের অভিযোগ রয়েছে। এর আগে কয়লা চোরাচালান কাণ্ডে গত মাসে তৃণমূল নেতা বিনয় মিশ্রের ভাই বিকাশ মিশ্রকে গ্রেফতার করেছিল ইডি।সেসময় বিকাশ মিশ্রকে দিল্লিতে এই মামলা সম্পর্কে জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয়েছিল এবং এরপর দিল্লির একটি আদালতে এই মামলার শুনানি হলে বিনয় মিশ্রকে পরবর্তী ছয় দিনের জন্য ইডির হেফাজতে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।