রাজ্য

মুমুর্ষকে বাঁচাতে অফিস থেকে রক্ত দিতে হাসপাতালে ছুটলেন বজলুর

নিজস্ব প্রতিনিধি, টিডিএন বাংলা, ডোমকল: রক্তশূন্যতা নিয়ে বৃহস্পতিবার ডোমকল হাসপাতালে ভর্তি হন বছর সত্তরের আজিরণ বিবি। ডাক্তারবাবু জানান রোগীকে বাঁচাতে অতিসত্তর রক্ত লাগবে। রক্তের গ্রুপ এবি পজিটিভ। কোথায় মিলবে এই গ্রূপ। পরিবারের সদস্যরা হন্যে হয়ে শুরু করেন খোঁজাখুঁজি। কিন্তু শুক্রবার সকাল ৯টা পর্যন্ত রক্ত জোগাড় করতে ব্যর্থ হয় তারা।

খবর আসে ‘ইমার্জেন্সি ব্লাড সার্ভিস’ গ্রূপের সদস্য মেহেবুব শাহ আলমের কাছে। তিনি ডোমকলের বিশিষ্ট সমাজসেবী আব্দুল হামিদের শরণাপন্ন হন। ডাক পড়ে রক্ত যোদ্ধা বজলুর রহমানের। ততক্ষনে তিনি অফিসে বেরিয়ে গেছেন। কিন্তু অফিসে থাকলে কি হবে। তার রক্তে যে একজন বৃদ্ধা প্রাণ ফিরে পাবে। সঙ্গে সঙ্গে অফিস থেকে ডোমকল ব্লাড ব্যাংকের উদ্দেশ্যে বেরিয়ে পড়েন বজলুর। রক্ত দেন বৃদ্ধা আজিরণ বিবিকে। রক্ত দিয়েই তিনি ফিরে যান তার কর্মস্থলে। হাসি ফুটে বৃদ্ধার পরিবারের মুখে।

মুর্শিদাবাদের ডোমকলের মানিকনগরের ৩৩ বছরের যুবক বজলুর রহমান জানিয়েছেন, এটা তার ১৯তম রক্তদান। মানুষের বিপদে পাশে দাঁড়াতে নিজেকে সবসময় মানসিক ভাবে প্রস্তুত রাখেন তিনি। সুস্থ থাকতে নিয়মিত শরীরচর্চাও করেন। রক্ত দিতে হবে এই চেতনায় তিনি ছেড়ে দিয়েছেন ধূমপানের অভ্যেসও।

রোগীর পরিবারের পক্ষ থেকে সওগাতুল্লা মন্ডল জানিয়েছেন, গতকাল সন্ধ্যা থেকে হন্যে হয়ে রক্তের সন্ধান করতে থাকি। কিন্তু কোথাও না পেয়ে হতাশ হয়ে পড়ি। তারপর মেহেবুব শাহ আলমের মাধ্যমে বজলুর রহমানের খোঁজ পাই। তিনিই এসে রক্ত দিয়ে মায়ের জীবন বাঁচালেন। তাঁর এই উপকার ভুলব না।

Related Articles

Back to top button
error: