ভোটের আগে তৃণমূল সহ বিভিন্ন দল ছেড়ে ওয়েলফেয়ার পার্টিতে যোগ দিলেন বহু কর্মী

নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা, মালদা: বিধানসভা ভোটের আগে বিভিন্ন রাজনৈতিক দল থেকে ওয়েলফেয়ার পার্টিতে যোগ দিলেন শতাধিক মানুষ। এদিন মালদা জেলার রতুয়া বিধানসভার বিভিন্ন প্রান্তে টিএমসি ও অন্যান্য দল ছেড়ে প্রায় ১০০ জন ভোটার ওয়েলফেয়ার পার্টিতে যোগদান করেন।

নবাগতদের হাতে পার্টির পতাকা তুলে দেন ওয়েলফেয়ার পার্টির জেলা কমিটির সদস্য তথা রতুয়া ২নং ব্লকের সভাপতি শরিফুল ইসলাম। উপস্থিত ছিলেন ব্লক সম্পাদক আতাউর রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ।