টিডিএন বাংলা ডেস্ক: কেন্দ্রীয় সরকারের আইসিএসই দশম শ্রেণির বোর্ড পরীক্ষায় বাংলার পরীক্ষার্থীদের ব্যাপক সাফল্য। এই পরিক্ষায় পশ্চিমবঙ্গের ৪০ হাজার ৭৩৬ জন পরীক্ষা দিয়েছিল। এর মধ্যে পাশের হার ৯৯.৯৮ শতাংশই। এই সাফল্যে রেকর্ড গড়লেন বাংলার পরীক্ষার্থীরা। এবার ৪৯৮ নম্বর পেয়ে রাজ্য থেকে প্রথম হয়েছে নয়জন। সর্বভারতীয় মেধা তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে তারা।
দ্বিতীয় ও তৃতীয় স্থানেও বাংলার ১৮ জন ছেলেমেয়েরা কৃতিত্ব দেখিয়েছে। যারা এই ফলাফলে খুশি নয় তারা পরীক্ষার খাতা রিভিউ করতে পারবে। অফিসিয়াল ওয়েবসাইটে ২৩ জুলাইয়েরমধ্যে তাদের আবেদন জানাতে হবে।