HighlightNewsদেশ

ভাগবত-মুলায়ম সাক্ষাৎ! কটাক্ষ কংগ্রেস-বিজেপির

টিডিএন বাংলা ডেস্ক : ভোটের উত্তরপ্রদেশে এবার কি সঙ্ঘবাদ! আরএসএস প্রধান মোহন ভাগবতের সঙ্গে সমাজবাদী পার্টির প্রাণপুরুষ মুলায়ম সিং যাদব-এর পাশাপাশি এক সোফায় বসা ছবি ভাইরাল। যা দেখে নয়া জল্পনা রাজনীতির অলিন্দে।

ঘটনা হলো, সোমবার উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডুর নাতনির বিয়েতে এক ফ্রেমে দেখা যায় এই দুই হেভিওয়েটকে। সেই ছবি টুইট করেন কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন মেঘওয়াল। সেটি ভাইরাল হতে দেরি হয়নি। দিন দুই আগেই আয়কর হানা ইস্যুতে মুলায়ম পুত্র সমাজবাদী সুপ্রিমো অখিলেশ যাদব তুলোধনা করেন বিজেপিকে। এবার তার বাবাকে আরএসএস প্রধানের সঙ্গে দেখা যেতেই প্রশ্নের মুখে পড়েছে অখিলেশের বিরোধী অবস্থান। ছবিটিকে হাতিয়ার করে সমাজবাদী পার্টিকে ঠেস দিয়েছে কংগ্রেস। তাদের প্রশ্ন, নয়া এসপি-এর মানে কি সঙ্ঘবাদ?

তবে সমালোচকদের পাত্তা দিতে নারাজ সমাজবাদী পার্টি। তাদের পাল্টা ট্যুইট, কংগ্রেস এমন একটা অনুষ্ঠানের ছবি দেখিয়ে প্রচার করছে যেখানে হাজির ছিল তাদের জোট সঙ্গী এনসিপি নেতারাও। তারা আবার নেতাজির আশীর্বাদ নিয়েছেন। এ প্রসঙ্গে কংগ্রেস কী বলবে?

Related Articles

Back to top button
error: