HighlightNewsআন্তর্জাতিক

ঐতিহাসিক তুরস্ক-ইরান-পাকিস্তান পণ্যবাহী ট্রেন চলাচল

টিডিএন বাংলা ডেস্ক : তিনটি বন্ধু মুসলিম দেশ তুরস্ক-ইরান-পাকিস্তান তাদের মধ্যকার সামাজিক, সামরিক ও অর্থনৈতিক সম্পর্ক মজবুত করার ঘোষণা দিয়ে ছিল পূর্বেই। সেই অনুযায়ী বিভিন্ন চুক্তিও করে দেশগুলি। তবে এবার ঐতিহাসিক পর্বে পদার্পন করলো তাদের বানিজ্যিক সম্পর্ক। এদিন আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হল তুরস্ক-ইরান-পাকিস্তান পণ্যবাহী ট্রেন চলাচলের। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানী ইসলামাবাদে পাক পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি পণ্যবাহী এই ট্রেনের উদ্বোধন করেন। এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইরান-পাকিস্তান-তুরস্ক ও তাজিকিস্তানের কূটনীতিকরা। এই অনুষ্ঠান থেকে পাকিস্থানের পররাষ্ট্রমন্ত্রী কোরেশি বলেন, “ইস্তাম্বুল, তেহরান এবং ইসলামাবাদের মধ্যে এই ট্রেন চলাচল শুরু এ অঞ্চলে বাণিজ্য উন্নয়নের ক্ষেত্রে ব্যাপক ভূমিকা রাখবে।” জানা গিয়েছে, ভবিষ্যতে এই ব্যবস্থায় যাত্রীবাহী ট্রেনও যুক্ত হবে। এর ফলে তুরস্কের ইস্তাম্বুল শহর থেকে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পণ্য পরবিহনে অনেক কম সময় লাগবে। প্রকল্পের শুরুতে ইসলামাবাদ থেকে ৬,৫০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে ইস্তাম্বুল পর্যন্ত পৌঁছাতে পণ্যবাহী ট্র্রেনের ১৩ দিন সময় লেগেছে। অবশ্য পরে এই সময় কমে ১১ দিনে দাঁড়িয়েছে। এর আগে ইউরোপীয় দেশগুলো থেকে সমুদ্রপথে পাকিস্তানে পণ্য আনতে হত। যার ফলে সময় লাগতো ৪৫ দিন। এখন থেকে অনেক কম সময়ে ও কম খরচে তুরস্ক, ইরান ও পাকিস্তান পণ্য পরিবহন করতে পারবে।

Related Articles

Back to top button
error: