HighlightNewsআন্তর্জাতিক

বিডেন ২৬৪, ট্রাম্প ২১৪; জয়ের খুব কাছে ডেমোক্র্যাটিক কংগ্রেস, ব্যালট গণনায় কারচুপির অভিযোগে আদালতের পথে ডোনাল্ড ট্রাম্প

টিডিএন বাংলা ডেস্ক: ম্যাজিক ফিগার ২৭০-এর খুব কাছাকাছি পৌঁছে গেছেন ডেমোক্র্যাটিক কংগ্রেসের প্রার্থী তথা প্রাক্তন উপ রাষ্ট্রপতি জো বিডেন। মার্কিন সংবাদমাধ্যম গুলির থেকে প্রাপ্ত খবর অনুযায়ী এখনও পর্যন্ত ২৬৪ টি নির্বাচনী ভোট পেয়েছেন জো বিডেন। অপরদিকে ২১৪ টি ভোট পেয়েছেন রিপাবলিকান পার্টির মনোনীত প্রার্থী তথা বর্তমান রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। তবে আপাতদৃষ্টিতে বিডেন ট্রাম্পের থেকে এগিয়ে থাকলেও এখনও পর্যন্ত বদলাতে পারে পরিস্থিতি। ইতিমধ্যেই গণনা প্রক্রিয়া শেষ হওয়ার আগেই নিজের জয়ের বিষয়ে ঘোষণা করেছেন ডোনাল্ড ট্রাম্প। এমনকি গণনা প্রক্রিয়ায় কারচুপির অভিযোগে গণনা প্রক্রিয়া বন্ধ করার দাবিতে সুপ্রিম কোর্টে যাবার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

আসলেই করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে ভোটের দিন লাইনে দাঁড়িয়ে ভোট দেওয়ার পরিবর্তে বাড়ি থেকে ‘মেল ইন ব্যলট’ পদ্ধতিতে ভোটারদের ভোট দেওয়ার জন্য অনুরোধ করা হয়। সেই অনুরোধ অনুযায়ী, প্রায় ১০১ মিলিয়নের বেশি ভোট করা হয়েছে ওই পদ্ধতিতে। যার ফলে এখনো পর্যন্ত অতিরিক্ত প্রায় ২৬.৮ লক্ষ্য মেলড্ ব্যালট ভোট গণনা কেন্দ্রে পৌঁছনো বাকি আছে। আর এই কারণেই জো বিডেন ম্যাজিক ফিগার ২৭০ এর থেকে মাত্র ৬ টি নির্বাচনী ভোটের দূরত্বে থাকা সত্বেও সম্ভবত আজই রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে না।

শেষ পাওয়া খবর পর্যন্ত, ফ্লোরিডা, আলাবামা, টেনেসি, ওকলাহোমা, ইন্ডিয়ানা, কেনটাকি, পশ্চিম ভার্জিনিয়া, জর্জিয়া, আইওয়া, নর্থ ক্যারোলিনা, ওহিওতে এগিয়ে আছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অপরদিকে উইসকনসিন, পেনসিলভেনিয়া, ক্যালিফোর্নিয়া, মাইন, ওয়াশিংটন, ইলিনয়, কানেকটিকাট, মিশিগান, মিনেসোটা, ভার্মন্ট, রোড আইল্যান্ড, নিউ জার্সি, মেরিল্যান্ড, ডেলাওয়্যার, নেভাদা, নিউ হামশায়ার এবং ভার্জিনিয়ায় এগিয়ে আছেন জো বিডেন।

Related Articles

Back to top button
error: