HighlightNewsদেশ

মহাত্মা গান্ধীর আততায়ী গডসেকে ফের একবার “দেশপ্রেমিক” বলে সম্বোধন করে বিতর্কে জড়ালেন বিজেপি সাংসদ প্রজ্ঞা ঠাকুর

টিডিএন বাংলা ডেস্ক: লোকসভায় বিজেপির সাংসদ প্রজ্ঞা ঠাকুর ফের একবার বিতর্কিত মন্তব্য করে আলোচনার শীর্ষে। এদিন উজ্জয়িনীতে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এর একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করতে আসেন বিজেপি সংসদ। ওই অনুষ্ঠানেই কংগ্রেসের বড়িষ্ঠ নেতা দ্বিগবিজয় সিংহের নাথুরাম গডসেকে প্রথম সন্ত্রাসবাদি হিসেবে ব্যাখ্যা করার প্রসঙ্গে বিজেপি সাংসদ প্রজ্ঞা ঠাকুর বলেন,”কংগ্রেস সবসময়ই দেশপ্রেমিকদের গালি দিয়েছে। গেরুয়া সন্ত্রাস পর্যন্ত বলে দিয়েছে ওরা। এর থেকে বেশী নিকৃষ্টতা ওদের আর কি হতে পারে। এর চেয়ে বেশি আমার কিছু বলার নেই।”

প্রসঙ্গত, মহাত্মা গান্ধীর আততায়ী নাথুরাম গডসেকে দেশপ্রেমিক হিসেবে ব্যাখ্যা এই প্রথমবার করছেন না বিজেপি সাংসদ সাধ্বী প্রজ্ঞা ঠাকুর। এর আগে ২০১৯ সালে লোকসভা নির্বাচন চলাকালীন এবং সংসদের কক্ষে দাঁড়িয়ে তিনি মহাত্মা গান্ধীর আততায়ী নাথুরাম গডসেকে “দেশপ্রেমিক” হিসেবে আখ্যা দিয়েছিলেন। সেসময় বিজেপি তাঁর এই মন্তব্যের সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই বলে জানিয়ে দিয়েছিল।এমনকি প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী বলেছিলেন মহাত্মা গান্ধী এবং নাথুরাম গডসেকে নিয়ে ভুল মন্তব্য করা হয়েছে। আমি তাঁকে কখনো ক্ষমা করতে পারবোনা।

Related Articles

Back to top button
error: