HighlightNewsদেশ

কেরলে ১১৫ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে বিজেপি; পালাক্কাড থেকে নির্বাচনে লড়বেন “মেট্রো ম্যান” ই শ্রীধরণ

টিডিএন বাংলা ডেস্ক: কেরালায় ১১৫ টি আসনে নিজেদের প্রার্থী ঘোষনা করবে বিজেপি। ২৫ টি আসন ছেড়ে দেওয়া হয়েছে সহযোগী দলগুলিকে। জানা গেছে বিজেপির ওই ১১৫টি আসনের মধ্যে কেরলের পালাক্কাড থেকে নির্বাচনে লড়বেন “মেট্রো ম্যান” ই শ্রীধরণ। আজ ১১৫ টি আসামের মধ্যে মোট ১১২ টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি। এদিন প্রার্থী তালিকা ঘোষণা করার সময় বিজেপি নেতা অরুণ সিংহ বলেন, অনেক নেতারা অন্য দলে দুর্নীতির কারণে বিজেপিতে শামিল হচ্ছেন। পাশাপাশি তিনি বলেন কেরল বিজেপি প্রধান কে সুরেন্দর দুটি আসনে নির্বাচন লড়বেন।

এছাড়া বিজেপির সুরেশ গোপী ত্রিশুর বিধানসভা আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন, এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কে জে অ্যালফনস কানজিরাপল্লী আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। ডঃ আবদুল সালাম তিরুর আসন থেকে বিজেপি প্রার্থী মনোনীত হয়েছেন এবং মানাওয়াত্তামকে মানাওয়াতানি আসন থেকে টিকিট দেওয়া হয়েছে। এর পাশাপাশি বিজেপি সিকে পদ্মনাভান, পিকে কৃষ্ণদাস এবং কুম্ভনাম রাজশেখারামকেও টিকিট দিয়েছে।

Related Articles

Back to top button
error: