HighlightNewsরাজ্য

মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের বিষয়ে নির্দেশিকা মধ্যশিক্ষা পর্ষদের, ঘোষণা করা হল পরীক্ষার রুটিনও

টিডিএন বাংলা ডেস্ক : মাধ্যমিক পরীক্ষা নিয়ে জল্পনা কল্পনার অবসান। অবশেষে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বিলির দিনক্ষণ ঘোষণা করল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। আগামী ২৩ তারিখ থেকেই ছাত্র ছাত্রীরা সংগ্রহ করতে পারবে নিজস্ব অ্যাডমিট কার্ড। সেই অ্যাডমিট কার্ডে কোনও ভুল থাকলে ৪ মার্চের মধ্যে সংশোধনের আবেদন করতে হবে। এর পরবর্তীতে আর অ্যাডমিট কার্ড সম্পর্কিত নালিশ গ্রহণ করা হবে না বলেই সাফ জানানো হয়েছে। স্কুলগুলিকে ৪ মার্চের মধ্যে প্র্যাকটিক্যাল নিতে হবে। বৃহস্পতিবার স্কুলগুলিকে এ বিষয়ে নির্দেশিকা পাঠাল মধ্যশিক্ষা পর্ষদ। অন্যদিকে, ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে উচ্চমাধ্যমিকের প্র্যাকটিক্যাল পরীক্ষা।

পূর্বের ন্যায় মাধ্যমিক পরীক্ষা অন্য স্কুলে গিয়ে দিতে হবে পরীক্ষার্থিদের। আগামী ৭ মার্চ থেকে শুরু হচ্ছে ২০২২ সালের মাধ্যমিক পরীক্ষা। চলবে ১৬ মার্চ পর্যন্ত। কবে কী পরীক্ষা সে রুটিনও ঘোষণা করা হয়েছে বোর্ডের তরফে। ৭ মার্চ বাংলা পরীক্ষা। ৮ মার্চ ইংরাজি। ৯ মার্চ ভূগোল। ১১ মার্চ ইতিহাস। ১২ মার্চ জীবনবিজ্ঞান। ১৪ মার্চ অঙ্ক। ১৫ মার্চ ভৌতবিজ্ঞান। ১৬ মার্চ ঐচ্ছিক বিষয়। মাধ্যমিক পরীক্ষা শুরু হবে সকাল ১১টা ৪৫ মিনিটে। চলবে বেলা ৩টে পর্যন্ত। পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, ২০২২ সালে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে ৯ হাজার ৯৯১টি স্কুলের পড়ুয়া। পাশাপাশি তিনি এটাও জানিয়ে ছিলেন কোভিড বিধি মেনে যতখানি সম্ভব পরীক্ষাকেন্দ্র বাড়ানো হবে।

উল্লেখ্য যে, করোনা আবহে এক বছর পর সঠিক ভাবে অনুষ্ঠিত হতে চলেছে এই বছরের মাধ্যমিক পরীক্ষা। থাকবে কোভিড বিধি নিষেধ, তবে ছাত্রছাত্রীরা নিজেদের পরীক্ষা নিজেরা দিতে পারছেন সেই ভেবেই উচ্ছসিত অভিভাবক থেকে শিক্ষক মহল। কারণ দীর্ঘ দিন স্কুল থেকে বিচ্ছিন্ন থাকার কারণে তাদের পড়াশোনার ব্যাপক ক্ষতি হয়েছে। আবারও স্কুল খোলার ফলে এবং অফলাইনে মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার ফলে আবারও ছাত্র-ছাত্রীরা পড়াশোনায় মনযোগী হবেন বলে মনে করছেন শিক্ষক-অভিভাবকেরা।

Related Articles

Back to top button
error: