HighlightNewsদেশ

অসমে নৌকা দুর্ঘটনা, মৃত ১, নিখোঁজ এখনও বহু

টিডিএন বাংলা ডেস্ক : বড়সড় দুর্ঘটনা অসমে। জোরহাটে ব্রহ্মপুত্র নদীতে ২টি নৌকার মুখোমুখি সংঘর্ষ। যাতে প্রাণ গেল এক তরুণীর। নিখোঁজ প্রায় ৩৫ জন। এখনও চলছে উদ্ধার কাজ। উদ্ধারকাজ ত্বরান্বিত করতে মাজুলি ও জোরহাট জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। আজ নিমাতি ঘাটে যাবেন তিনি। প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সনোয়ালের নির্বাচনী কেন্দ্র মাজুলি। তিনি বন্দর, জাহাজ ও জলপথ পরিবহণ মন্ত্রককে উদ্ধার কাজে সব রকম সাহায্যের নির্দেশ দিয়েছেন। সংবাদ মাধ্যম সূত্রে খবর, বুধবার বিকেল ৪টে নাগাদ দুর্ঘটনাটি ঘটে। সরকারি একটি প্যাসেঞ্জার ফেরি মাজুলি দ্বীপ থেকে নিমাতি ঘাটের দিকে আসছিল। অন্য নৌকাটি উল্টো দিকে যাচ্ছিল। সেই সময় দুটি নৌকার মুখোমুখি সংঘর্ষে একটি উল্টে ডুবে যায়। অন্যটির প্রায় একই অবস্থা হয়। দুটো নৌকা মিলিয়ে প্রায় শ দুয়েক যাত্রী ছিলেন বলে খবর। ওই দুর্ঘটনার একটি ভিডিও ফুটেজ প্রকাশ্যে এসেছে। তাতে দেখা গিয়েছে, কীভাবে প্রাণপণে চেষ্টা করছে যাত্রীরা বাঁচার। দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি জানান, নিখোঁজ যাত্রীদের উদ্ধারের সবরকম চেষ্টা চলছে। খবর পেয়েই রাজ্য ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে যায়। এদিকে এই ঘটনায় আন্তঃরাজ্য জলপথ পরিবহণ দফতরের ৩ আধিকারিককে সাসপেন্ড করেছে রাজ্য সরকার। উদ্ধার কাজে গতি আনতে মাজুলি ও জোরহাট জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

Related Articles

Back to top button
error: