টিডিএন বাংলা ডেস্ক: সোমবার সকালে বিহারের লক্ষ্মীসরাই জেলায় একটি বোমা বিস্ফোরণে কমপক্ষে ৭ জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। লক্ষ্মীসরাইয়ের এসপি সুশীল কুমার জানিয়েছেন, সকাল সাতটার দিকে পিপারিয়া থানার ওয়ালিপুর গ্রামে এই বিস্ফোরণ ঘটে।
সংবাদমাধ্যমকে দেওয়া একটি বিবৃতিতে সুশীলকুমার বলেন,”বোমা প্লাস্টিকের ব্যাগের মধ্যে করে লুটান রাজা নামে এক ব্যক্তির বাড়ির পিছনের উঠোনে রেখে দেওয়া ছিল। ব্যাগটি দেখতে পাওয়ার পর ওই পরিবারের একজন নাবালক ওই ব্যাগটি খোলে। সে সময় বাড়ির বাকি ছয় সদস্য ওই নাবালকের আশে পাশেই দাঁড়িয়েছিলো। ব্যাগ খোলার সাথে সাথেই বোমা বিস্ফোরণ হয়।”
তিনি আরো বলেন,”বোমা বিস্ফোরণের অভিঘাত কম ছিল এবং আহত সাত ব্যক্তির শরীরে কিছু বাহ্যিক চোট লেগেছে। আহতদের পিপারিয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গিয়ে ফর্স্ট এইড দেওয়া হয়েছে।”
সুশীল কুমার জানান, এই ঘটনার কথা জানতে পেরে ওই এলাকায় আরও তল্লাশি করা হলে আরো তিনটি তাজা বোমা উদ্ধার হয়েছে। এই ঘটনায় ইতিমধ্যেই আহতদের বয়ান নেওয়া হয়েছে। তবে কে বা কারা, কিভাবে ওই জায়গায় বোমা রেখে গিয়েছিল তা নিয়ে তদন্ত করছে পুলিশ।