HighlightNewsদেশ

১৬টি স্বর্ণ পদক, হিজাবধারী বুশরা এখন রোল মডেল

টিডিএন বাংতলা ডেস্ক : তিনি নারী । তিনি হিজাবি। হিজাবেই সেরা তিনি। তিনি বুশরা মতিন। ২২বছরের এই তরুণী এখন দেশের হাজার হাজার সিভিল ইঞ্জিনিয়ারিং পড়ুয়াদের জন্য রোল মডেল। কারণ তিনি গড়েছেন এক অসামান্য কৃতিত্ব। উজ্জ্বল করেছেন তাঁর ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়য়ের নাম। শুধু কলেজ টপারই হননি তিনি, পাশাপাশি তাঁর ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়য়ের ইতিহাসেরব অতীতের সব টপারদের ছাড়িয়ে গেছে তাঁর মেধা। তাঁর অনন্য কীর্তিকে সম্মান করতে কলেজের পক্ষ থেকে তাকে দেওয়া হচ্ছে ১৬টি সোনার মেডেল
বুশরা কর্নাটকের রায়পুরে রায়পুরে অবস্থিত এসএলএন কলেজ অফ ইঞ্জিনিয়ারিং এর ছাত্রী। বৃহস্পতিবার তাঁর হাতে মেডেলগুলি তুলে দেওয়া হবে বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানের দিন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংবাদমাধ্যমকে জানায় বিশ্বেশ্বরয়া টেকনোলজিক্যাল বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এই প্রথম কোনও পড়ুয়া একসঙ্গে ১৬ খানা মেডেল পাওয়ার কৃতিত্ব হাসিল করতে সক্ষম হয়েছেন। দেশের স্বনামধন্য ব্যক্তিরা বুশরার প্রশংসায় পঞ্চমুখ। তাঁর সাফল্যের কথা টুইটারের তুলে ধরে হিজাব বিরোধীদের নিশানা করেন বলিউডের অভিনেত্রী স্বরা ভাস্কর। যারা হিজাববিরোধী, তাদের চিন্তার পরিসর ছেড়ে বেরিয়ে আসা উচিত। এমন ভাবনার প্রতিফলিত হয় স্বরার টুইটে।

উল্লেখ্য, সম্প্রতি এই কর্ণাটক রাজ্যেই হিজাব নিয়ে বিতর্ক দানা বাঁধে। স্কুল-কলেজে হিজাব পরে প্রবেশে বাধার সম্মুখীন হয় পড়ুয়ারা। এ সময় আরএসএস সহ বিভিন্ন উগ্র হিন্দুত্ববাদী দল মাঠে নেমে পড়ে উত্তপ্ত হতে থাকে রাজ্য রাজনীতি। গলায় গেরুয়া উত্তরীয় পরে মিছিল হয় বিভিন্ন স্থানে হিজাব বন্ধের দাবিতে। সেসময় মুসকান বলে এক সিংহী নারীর বীরত্ব আলোড়ন তোলে দেশব্যাপী তথা বিশ্বব্যাপী। পরবর্তীতে বিভিন্ন টিভি চ্যানেলে সাক্ষাৎকার দেন। কথা বলেন ঝরঝরে ইংরেজিতে।

স্কুটি চেপে আসা কালো বোরকা পরিহিত মুসকানরা যে কোনও অংশে কম আধুনিক ও শিক্ষিত নয়, তা বারেবারে প্রমাণ করেছে। আর সেই মুসকানদের মাঝে লুকিয়ে আছে সহস্ত্র প্রতিভা। বুশরার এই নজিরবিহীন একাডেমিক সাফল্য তা আবার প্রমাণ করল।

ইঞ্জিনিয়ারিংয়ের পর এখন কী করার ইচ্ছা বুশরার? জানতে চাওয়া হলে বুশরা জানান, তিনি প্রথমে ইউপিএসসি পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে চান। আর সে-কারণেই তিনি চাকরির কথা ভাবছেন না। ইউপিএসসি ক্র্যাক করে জনগণের সেবায়, দেশের সেবায় আত্মনিয়োগ করতে চান বুশরা।
(সৌজন্যে ঃ পূবের কলম)

 

Related Articles

Back to top button
error: