টিডিএন বাংলা ডেস্ক: আজ মঙ্গলবার ধূপগুড়িতে বিধানসভা কেন্দ্রে সকাল ৭টা থেকে শুরু হয়ে গিয়েছে উপনির্বাচনের ভোটগ্রহণ প্রক্রিয়া। সকাল থেকে ভোট গ্রহণ শুরু হওয়ার পর এখনও পর্যন্ত শান্তিপূর্ণ। বিক্ষিপ্ত কিছু অভিযোগ উঠেছে কিন্তু বড়সড় কোনও সমস্যা দেখা যায়নি।
ধূপগুড়ি উপনির্বাচনে দু’টি ব্লক এবং একটি পুরসভায় মোট ২৬০টি ভোটগ্রহণ কেন্দ্র আছে। সেখানে ভোটার সংখ্যা মোট ২,৬৯,৪১৬ জন এবং ভোটকর্মী নিযুক্ত হয়েছেন ১,০২৪ জন। এছাড়াও অতিরিক্ত ভোট কর্মীও আছে। সেখানে মোট ৩০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে। এ ছাড়া রয়েছেন রাজ্য পুলিশের কর্মীরাও।
এই উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের হয়ে প্রার্থী হয়েছেন নির্মলচন্দ্র রায়। বিজেপির হয়ে প্রার্থী হয়েছেন কাশ্মীরে নিহত জওয়ানের স্ত্রী তাপসী। অন্যদিকে সিপিএমের প্রার্থী হয়েছেন ঈশ্বরচন্দ্র রায়।