নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা, মুর্শিদাবাদ: মুর্শিদাবাদের গরু পাচারের অন্যতম পান্ডা এনামুল হকের বাড়িতে হানা দিলো সিবিআই। আজ বুধবার মুর্শিদাবাদের লালগোলা ও রঘুনাথগঞ্জে এনামুল হকের বাড়িতে হানা দেয় সিবিআই’য়ের আটজনের প্রতিনিধি দল।
এদিন লালগোলায় অবস্থিত এনামুলের বাড়ি কুলগাছি রামচন্দ্রপুরে এসে হাজির হন তারা। বাড়ির ভিতর প্রবেশ করে চলে তল্লাশি। একইদিনে তার কলকাতার বাড়িতেও হানা দেয় সিবিআই। যদিও খোঁজ মেলেনি এনামুল হকের। এদিকে এনামুল হকের বাড়িতে হানার পাশাপাশি পন্ডিতপুর ও রঘুনাথগঞ্জের সাইদাপুর বাংলাদেশ সীমান্ত এলাকা পরিদর্শন করেন সিবিআই’য়ের টিম। হঠাৎ করে মুর্শিদাবাদে সিবিআই হানা নিয়ে জেলাজুড়ে রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।