HighlightNewsরাজ্য

শপথ নিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি, শপথ বাক্য পাঠ করালেন রাজ্যপাল

টিডিএন বাংলা ডেস্ক: ঘোষণা এসেছিল আগেই, এবার অনুষ্ঠানিক ভাবে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে শপথ নিলেন বিচারপতি টি এস শিবজ্ঞানম। আজ বৃহস্পতিবার বেলা ১১টা নাগাদ কলকাতা হাইকোর্টে পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি ভি আনন্দ বোসের হাত ধরে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি পদে শপথ নিলেন টি এস শিবজ্ঞানম। যদিও প্রকাশ শ্রীবাস্তবের অবসরের পর থেকে তিনিই ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি পদে আসিন ছিলেন। সুপ্রিম কর্টের কলেজিয়ম বাংলার স্থায়ী প্রধান বিচারপতি হিসাবে তাঁর নামই সুপারিশ করে ছিল। অবশেষে আজ সেই শপথ গ্রহণ সম্পন্ন হল। এদিনের শপথ অনুষ্ঠানে উপস্থিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, চন্দ্রিমা ভট্টাচার্য, ফিরহাদ হাকিম, মলয় ঘটক, বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় সহ আরও অনেকেই। পাশাপাশি আরও উপস্থিত ছিলেনসুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায়, আইনজীব অরুণাভ ঘোষ প্রমুখ।

খবরে প্রকাশ, বিচারপতি শিবজ্ঞানমের জন্ম তামিলনাড়ুতে। ১৯৮৬ সালে আইনজীবী হিসাবে তাঁর নাম নথিভুক্ত হয়। দীর্ঘ ২৩ বছর আইনজীবী পেশায় থাকার পর ২০০৯ সালে মাদ্রাজ হাই কোর্টের অতিরিক্ত বিচারপতি হিসাবে শপথ নেন বিচারপতি শিবজ্ঞানম। ২০১১ সালে তিনি স্থায়ী বিচারপতি হন। ১২ বছর বিচারপতি হিসাবে কাজ করার পর তাঁকে কলকাতা হাইকোর্টে স্থানান্তরিত করে সুপ্রিম কোর্ট। ২০২১ সালের ২৫ অক্টোবর হাইকোর্টের দ্বিতীয় প্রবীণ বিচারপতি হিসাবে শপথ নেন বিচারপতি শিবজ্ঞানম। এক বছর তিন মাসের বেশি সময় এই হাইকোর্টে বিচারপতি থাকার পর তিনি প্রধান বিচারপতির দায়িত্ব পেলেন।

Related Articles

Back to top button
error: