HighlightNewsরাজ্য

রাজ্যপালের কাছে রাজভবনে পশ্চিমবঙ্গ দিবস না করার আবেদন মুখ্যমন্ত্রী মমতার

টিডিএন বাংলা ডেস্ক: রাজ্যপালের কাছে চিঠি পাঠিয়ে রাজভবনে পশ্চিমবঙ্গ দিবস পালন না করার আবেদন জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত শনিবার রাজভবনের পক্ষ থেকে জানানো হয়, আজ ২০ জুন মঙ্গলবার রাজ্যপাল সিভি আনন্দ বোসের উপস্থিতিতে রাজভবনে পশ্চিমবঙ্গ দিবস পালন করা হবে। এই খবর ছড়িয়ে পড়তেই শুরু হয় আলোচনা সমালোচনা। সেই পরিপ্রেক্ষিতে তাৎক্ষণিক ভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যপাল সিভি আনন্দ বোসকে ফোন করে এই বিষয়ে আলোচনা করেন। তারপর গতকাল সোমবার রাতে নবান্ন থেকে একটি চিঠি পাঠিয়ে রাজ্যপালকে রাজভবনের অভ্যন্তরে পশ্চিমবঙ্গ দিবসের মতো কোনও অনুষ্ঠান আয়োজন না করার অনুরোধ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

জানা গিয়েছে, ওই চিঠিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যপাল সিভি আনন্দ বোসের উদ্দেশ্যে লিখেছেন, “পশ্চিমবঙ্গের জন্ম কোনও বিশেষ দিনে হয়নি। আমরা বাংলায় জন্মেছি, বড় হয়েছি। কখনও এখানে কোনওদিন পশ্চিমবঙ্গ দিবসের মতো কোনও অনুষ্ঠানে হতে দেখিনি। এই ধরনের অনুষ্ঠান কোনও রাজনৈতিক দল নিজেদের প্রতিহিংসার রাজনীতির জন্য করতেই পারে, কিন্তু এই ধরনে কোনও অনুষ্ঠানের সঙ্গে সরকারের কোনও যোগাযোগ নেই।” এরপর মুখ্যমন্ত্রী সতর্ক করে দিয়ে জানিয়েছেন, “বাংলার কৃষ্টি সংস্কৃতি অত্যন্ত উচ্চমানের, যা নিয়ে অনেক দিনের ইতিহাস রয়েছে। বাংলা থেকে স্বাধীনতার আন্দোলন হয়েছে, রেনেসাঁস হয়েছে, হয়েছে সমাজ সংস্কার। তাই আপনার দ্বারা এমন কিছু অনুষ্ঠিত হলে মানুষের মধ্যে সংশয়, অবিশ্বাস ও রাজনৈতিক বিরূপতা তৈরি করতে পারে।”

একইসঙ্গে পূর্বের ফোনালাপের কথা স্মরণ করে দিয়ে তিনি লিখেছেন, “আপনার সঙ্গে কথপোকথনের সময় আপনি সম্মত হয়েছেন যে একতরফা ভাবে এবং কোনওরকম আলোচনা ছাড়া পশ্চিমবঙ্গ দিবসের ঘোষণা করা ঠিক নয়। আপনি আমাকে আশ্বস্ত করেছেন যে এই ধরনের কোনও অনুষ্ঠানের আয়োজন আপনি করবেন না।”

Related Articles

Back to top button
error: