আব্দুস সালাম, টিডিএন বাংলা: কৃতি শিক্ষার্থীদেরকে উচ্চ শিক্ষায় উৎসাহ দিতে আরো বড়ো হওয়ার স্বপ্ন দেখাতে সেন্টার ফর ট্রেনিং অ্যান্ড অ্যাকাডেমিক গাইডেন্স (সিটিএজি) এবং স্টুডেন্টস ইসলামিক অর্গানাইজেশন অফ ইন্ডিয়ার যৌথ উদ্যোগে উত্তর ২৪ পর্গনা জেলায় রাজারহাট ব্লকের অন্তর্গত বেড়াবেড়ীতে অনুষ্ঠিত হলো মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা প্রদান সভা।
এই সংবর্ধনা সভায় উপস্থিত মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় কৃতি ছাত্র-ছাত্রীদের ক্যারিয়ারের উপর গুরুত্বপূর্ন দিক নির্দেশনা প্রদান করেন আলিয়া বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের অধ্যাপক ড. সাইদুর রহমান সাহেব। এছাড়াও আজকের এই প্রোগ্রামে উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে ক্যারিয়ার সহ ইসলামী মূল্যবোধের ওপর বক্তব্য রাখেন যথাক্রমে সিটিএজি পরিচালিত ডব্লিউবহবিসিএস কোচিং সেন্টারের ইনচার্জ ফারুক আহমেদ এবং এসআইও’র রাজ্য পরামর্শ পরিষদের সদস্য জুবাইর আহেমদ। এছাড়াও বক্তব্য রাখেন এসআইও উত্তর ২৪ পরগনা জেলার শিক্ষাঙ্গন সম্পাদক আলী নওয়াজ মন্ডল।