নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা, কলকাতা : ১৬ অগস্ট থেকে ফের রাজ্যে ‘দুয়ারে সরকার’ প্রকল্প শুরু হবে বলে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজ্ঞাপন দিয়ে পুরো বিষয়টি সরকারের তরফে জানিয়ে দেওয়া হবে বলেই জানিয়েছেন মমতা।
বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠকে মমতা বলেন, ‘‘আমরা আবার দুয়ারে সরকার প্রকল্প চালু করছি। ১৬ অগস্ট থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে দুয়ারে সরকার। যাঁরা আবেদন করতে চান তাঁরা নিয়ম মেনে আবেদন করতে পারবেন।
বৃহস্পতিবার ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের ঘোষণাও করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘‘১ সেপ্টেম্বর থেকেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাওয়া যাবে। তার জন্য আবেদন পত্র জমা দিতে হবে। এই প্রকল্পের মাধ্যমে তফসিলি জাতি ও উপজাতি মহিলারা মাসে ১০০০ টাকা ও বাকি মহিলারা মাসে ৫০০ টাকা করে পাবেন।
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, যাঁরা দুয়ারে সরকারে আবেদন করতে চান তাঁরা স্বাস্থ্যসাথী কার্ড সঙ্গে থাকলে নিয়ে যাবেন। দুয়ারে সরকারের আওতায় স্বাস্থ্যসাথী, খাদ্যসাথী, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, কৃষক বন্ধু, উপজাতি সংশাপত্র, তফসিলি বন্ধু, শিক্ষাশ্রী, জয় জোহর, কন্যাশ্রী, রূপশ্রী, ১০০ দিনের কাজ প্রভৃতি সুবিধার আবেদন করা যাবে। আবেদন খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া জমির মালিকানা সংক্রান্ত সমস্যার আবেদনও করা যাবে।