রাজ্য
আহিরীটোলা সর্বজনীন দূর্গোৎসবের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা, কলকাতা: আহিরীটোলা সর্বজনীন দূর্গোৎসব এর উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তর কলকাতার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে বুধবার বিকেলে আহিরীটোলা সার্বজনীন দূর্গৎসবের পুজো মণ্ডপে পৌঁছান মুখ্যমন্ত্রী। প্রদীপ প্রজ্জ্বলন করে পুজোর উদ্বোধন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। করোনা পরিস্থিতিতে এবছর ভার্চুয়াল পুজো উদ্বোধনে জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী। তবে প্রতি বছরের মতো চেতলা অগ্রণীতে মায়ের চক্ষু দান করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই। বুধবার আহিরিতলা সর্বজনীন পুজোর উদ্বোধন করলেন নিজে হাজির থেকে।