টিডিএন বাংলা ডেস্ক: এগরা বাজি কারখানায় বিস্ফোরণে নিহত ও আহতদের পরিবারের সঙ্গে আজ শনিবার সাক্ষাৎ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন নিহতদের পরিবারগুলির কাছে ক্ষমা চেয়ে তাদের এই ক্ষতির জন্য দুঃখ প্রকাশ করে তাদের হাতে তুলে দিলেন সরকারি সাহায্যও। নিহতদের পরিবারগুলি যাতে আর্থিক সমস্যার মধ্যে না পড়েন তাই তাদের হাতে তুলে দিলেন ২ লক্ষ ৫০ হাজার টাকার চেক। একই সঙ্গে হোমগার্ডের চাকরির নিয়োগ পত্রও তুলে দেওয়া হয় তাদের হাতে।
এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আপনাদের এলাকায় কোনো বেআইনি বাজি কারখানা থাকলে পুলিশকে জানান। পুলিশ কোনো পদক্ষেপ না নিলে ওসির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।” তিনি আরও বলেন, “সঠিক সময়ে ইন্টেলিজেন্স কাজ করলে এই দুর্ঘটনা ঘটতো না।”