HighlightNewsবিনোদনরাজ্য

এপ্রিল কলকাতা চলচ্চিত্র উত্‍সবের উদ্বোধনে মুখ্যমন্ত্রী, এ বার প্রধান অতিথি শত্রুঘ্ন

টিডিএন বাংলা ডেস্ক : অনেক টাল বাহানার পর অবশেষে ২৫ এপ্রিল সোমবার অর্থাৎ আজ বিকেল ৪টের সময় নজরুল মঞ্চে অনুষ্ঠিত হচ্ছে ২৭তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উত্‍সব। আজ এই চলচ্চিত্র অনুষ্ঠানের উদ্বোধন করবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবারের এই চলচ্চিত্র উত্‍সবের প্রধান অতিথি হচ্ছেন আসানসোলের নব্য তৃণমূল সাংসদ তথা অভিনেতা শত্রুঘ্ন সিন্হা।

প্রসঙ্গত, এ বছরের জানুয়ারিতেই কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উত্‍সবের সমস্ত আয়োজন হয়ে গেলেও শেষ পর্যন্ত করোনার ঊর্ধগতির কারণে স্থগিত হয়ে যায় সেই সময়। করোনা আক্রান্ত হন উত্‍সবের চেয়ারপার্সন রাজ চক্রবর্তী এবং আয়োজক কমিটির সদস্য পরমব্রত চট্টোপাধ্যায়। এবার সেই অপেক্ষার শেষ হতে চলেছে আর কিচুক্ষণের মধ্যেই। তবে করোনার কারণে এবারের এই ২৭ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উত্‍সবে অন্যান্য বছরের মতো সেই জৌলুস থাকছে না। অতিথিদের তালিকাও ছোট করা হয়েছে। অতিথি হিসাবে থাকছেন সাংসদ-অভিনেতা শত্রুঘ্ন সিনহা ছাড়াও টলিউডের শিল্পী ও কলাকুশলীরা। উত্‍সবের সূচনা হবে সত্যজিত্‍ রায়ের ‘অরণ্যের দিনরাত্রি’ ছবি দিয়ে। চলচ্চিত্র অনুষ্ঠান চলবে আগামী ১ মে পর্যন্ত।

Related Articles

Back to top button
error: