HighlightNewsদেশ

কর্নাটকে হিজাবের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার

টিডিএন বাংলা ডেস্ক : কর্নাটকে হিজাবের উপর নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে কর্ণাটকের কংগ্রেস সরকার । এমনই ঘোষণা করে দিলেন কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া । ইতিমধ্যেই এই বিষয়ে তিনি তাঁর কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন । উল্লেখ্য, মাস কয়েক আগেই কর্নাটকে বিজেপি সরিয়ে আসন দখল করেছে কংগ্রেস । সে রাজ্যের হিজাব ইস্যুতে তোলপাড় হয়েছিল দেশ। ভিডিও-তে দেখে গিয়েছিল মুসকান নামের এক হিজাব পরিহিতা মেয়েকে কয়েকজন যুবক ঘিরে ধরে, তখন সে মেয়েটি আল্লাহু আকবর বলে ধ্বনি দিতে থাকে যা রিতিমত ভাইরাল হয়েছিল দেশ জুড়ে। এবার সেই হিজাব ইস্যুকেই উস্কে দিয়ে কর্নাটকে ক্ষমতায় এসেই হিজাব নিয়ে বড় সিদ্ধান্ত নিলেন সিদ্দারামাইয়া ।

এক্স হ্যান্ডেলে কান্নাড়া ভাষায় কর্নাটকের মুখ্যমন্ত্রী লেখেন, ‘আমি নির্দেশ দিয়েছি (অফিসারদের) যাতে হিজাবের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়।’ একইসঙ্গে বিজেপিকেও আক্রমণ করতে ছাড়লেন না তিনি । পোশাক, কাপড়ের ভিত্তিতে মানুষ ও সমাজকে ভাগ করার অভিযোগ তুলেছেন বিজেপির বিরুদ্ধে ।

সিদ্দারামাইয়া সম্প্রতি সংবাদসংস্থা এএনআই-কে বলেন, ‘পোশাক পরা আর খাবার খাওয়া আমাদের পছন্দ, আমি আপত্তি করব কেন? তোমার যা খুশি পর, যা খুশি খাও, আমি কেন পাত্তা দেব । ভোট পাওয়ার জন্য রাজনীতি করা উচিত নয়, আমরা তা করি না । ‘

এ বিষয়ে শিক্ষাবিদরা জানিয়েছেন, যে বিপুল সংখ্যক মুসলিম মেয়ে, যারা স্কুল ও কলেজে যেতে ছাইছিল না, তারা এখন তাদের বাড়ির বাইরে পা রাখতে পারবে এবং তাদের পড়াশোনা চালিয়ে যেতে সক্ষম হবে।

Related Articles

Back to top button
error: