HighlightNewsদেশ

সিআইএসসিই বোর্ডের ফলাফল প্রকাশিত: দশম শ্রেণীর ৯৮.৯৪% এবং দ্বাদশ শ্রেণীর ৯৬.৯৩% শিক্ষার্থী পাস

টিডিএন বাংলা ডেস্ক: ভারতীয় স্কুল সার্টিফিকেট পরীক্ষার কাউন্সিল (সিআইএসসিই) রবিবার বিকেল ৩টায় ইন্ডিয়ান সার্টিফিকেট অফ সেকেন্ডারি এডুকেশন (আইসিএসই-দশম) এবং ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট (আইসিএসসি-দ্বাদশ) ২০২৩-এর ফলাফল ঘোষণা করেছে। এ বছর দশম শ্রেণিতে পাস করেছে ৯৮.৯৪% শিক্ষার্থী। এর মধ্যে মেয়েরা ৯৯.২১% এবং ছেলেরা ৯৮.৭১%। দ্বাদশ শ্রেণিতে ৯৬.৯৩% শিক্ষার্থী পাস করেছেন। এর মধ্যে মেয়েরা ৯৮.০১% এবং ছেলেরা ৯৫.৯৬%।

সিআইএসসিই-২০২৩-এর দশম-দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় প্রায় ২.৫ লক্ষ শিক্ষার্থী অংশগ্রহণ করেন। দ্বাদশ শ্রেণিতে ৫ জন শিক্ষার্থী প্রথম স্থান অধিকার করেছেন, যার মধ্যে ৩ জন মেয়ে রয়েছেন আর, দশম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করেছেন ৯ জন শিক্ষার্থী। তাদের মধ্যেও ৩ জন মেয়ে রয়েছেন। শিক্ষার্থীরা সিআইএসসিই ওয়েবসাইট http://cisce.org বা http://results.cisce.org ভিজিট করে তাদের ফলাফল দেখতে পারে ।

৯৯.৭৫% নম্বর পেয়ে দ্বাদশ শ্রেণিতে প্রথম স্থান অর্জনকারী শিক্ষার্থীরা হলেন, রিয়া আগরওয়াল, ইপ্শিতা ভট্টাচার্য, মোহাম্মদ আরিয়ান তারিক, শুভম কুমার আগরওয়াল এবং মান্য গুপ্ত।
৯৯.৮% নম্বর পেয়ে দশম শ্রেণিতে প্রথম স্থান অর্জনকারী শিক্ষার্থীরা হলেন, রুশীল কুমার, অনন্যা কার্তিক, শ্রেয়া উপাধ্যায়, অদ্বয় সরদেশাই, যশ মনীশ ভাসিন, তনয় সুশীল শাহ, হিয়া সাংঘভি, অবিশি সিং এবং সম্বিত মুখোপাধ্যায়।

সিআইএসসিই অনুযায়ী, যদি কোনো শিক্ষার্থীর তাঁর ফলাফলে কোনো আপত্তি থাকে বা তাঁর নম্বর নিয়ে সন্তুষ্ট না হন, তাহলে তিনি পুনর্মূল্যায়ন জন্য আবেদন করতে পারেন। উত্তরপত্রের পুনর্মূল্যায়ন বিকাল ৩টা থেকে ২১ মে পর্যন্ত খোলা থাকবে।

Related Articles

Back to top button
error: