HighlightNewsবিনোদন

কৌতুক শিল্পী ভারতী সিং ও তাঁর স্বামী হর্ষ লিম্বাচিয়াকে শর্তাধীন জামিনে মুক্তির আদেশ দিল আদালত

টিডিএন বাংলা ডেস্ক: ড্রাগস কাণ্ডে তদন্ত করতে গিয়ে এনসিবির হাতে গ্রেফতার জনপ্রিয় কৌতুক শিল্পী ভারতীয় সিং এবং তাঁর স্বামী হর্ষ লিম্বাচিয়াকে শর্তাধীন জামিনে মুক্তি দিল ম্যাজিস্ট্রেট আদালত। সোমবার এনডিপিএস আদালতে ভারতী সিংহ এবং তাঁর স্বামী হর্ষ লিম্বাচিয়ার জামিনের আর্জির শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু এই মামলার পাবলিক প্রসিকিউটর অতুল সরপান্ডে এদিন অনুপস্থিত থাকায় শুনানি একপ্রকার অসম্ভব হয়ে ওঠে। যদিও পরে আদালতে বিশেষ অনুরোধের ভিত্তিতে জামিনের আর্জির শুনানি হয় এবং ভারতী সিং ও তাঁর স্বামী হর্ষ লিম্বাচিয়াকে শর্তাধীন ১৫ হাজার করে টাকা জমা দিয়ে জামিনে মুক্তির নির্দেশ দেয় আদালত।

প্রসঙ্গত, ড্রাগস কান্ডে তদন্ত করতে গিয়ে শনিবার সকালে জনপ্রিয় কৌতুক শিল্পী ভারতী সিং এবং তাঁর স্বামী হর্ষ লিম্বাচিয়ার আন্ধেরির বাড়িতে হানা দেয় এনসিবি (নারকটিকস কন্ট্রোল ব্যুরো)। সূত্রের খবর অনুযায়ী তাদের বাড়ি থেকে ৮৬.৫ গ্রাম গাঁজা উদ্ধার করে এনসিবি। এরপরে ভারতী সিং ও তাঁর স্বামীকে এনসিবির মুম্বাই জোনাল ইউনিটের দফতরে নিয়ে আসা হয়। শুরু হয় জিজ্ঞাসাবাদ। জিজ্ঞাসাবাদ চলাকালীন গাঁজা সেবনের বিষয়ে স্বীকারোক্তি করেন ভারতী সিং ও তাঁর স্বামী। শনিবার সন্ধ্যায় ভারতী সিংকে প্রথমে গ্রেফতার করা হয় এবং পরে রবিবার ভোরবেলা গ্রেফতার করা হয় হর্ষ লিম্বাচিয়াকে। এরপর দুজনের মেডিকেল টেস্ট করিয়ে গতকাল এনডিপিএস আদালতে হাজির করা হয়।

ড্রাগস মামলায় জনপ্রিয় কৌতুক শিল্পী ভারতী সিং এবং তার স্বামী হর্ষ লিম্বাচিয়াকে ১৪ দিনের বিচারে হেফাজতে পাঠানোর নির্দেশ দেয় আদালত। ভারতী সিংকে বায়কুলা জেলে পাঠানো হয়। আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত ওই জেলেই ভারতী সিংকে রাখার নির্দেশ দেয় আদালত। ভারতের সিংয়ের স্বামী হর্ষ লিম্বাচিয়াকে তলেজা জেলে পাঠানো হয়। এদিনের জামিনের নির্দেশের পর আজ সন্ধ্যেবেলার মধ্যেই জেল থেকে মুক্তি পেতে পারেন দুজনে।

Related Articles

Back to top button
error: