HighlightNewsদেশ

মধ্যপ্রদেশে সাম্প্রদায়িক হিংসা ছড়ানো হচ্ছে, মুসলিমদের দোকান-বাড়িতে আগুন লাগানো ও ভেঙে দেয়া হচ্ছে : আসাদুদ্দিন ওয়াইসি

টিডিএন বাংলা ডেস্ক : এবার মধ্যপ্রদেশে মুসলিমদের দোকান-বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া নিয়ে মুখ খুললেন মিম সুপ্রিমো তথা সাংসদ আসাদুদ্দিন ওয়াইসি। এক সাক্ষাৎকারে মধ্যপ্রদেশে পরিকল্পিতভাবে একশ্রেণীর মানুষ সাম্প্রদায়িক হিংসা ছড়ানোর চেষ্টা করছেন বলে অভিযোগ করলেন তিনি। তাঁর প্রশ্ন যদি কেউ অভিযুক্ত হন তাহলে তার দোকান বা ঘরবাড়ি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হবে এটা কোন আইন। তাঁর কথায়, ‘প্রয়োজনে অপরাধিদের গ্রেফতার করুন, কিন্তু ঘরবাড়ি দোকান ভাঙছেন কোন আইন বলে।’

তাছাড়া রামনবমীর মিছিলে যে মুসলিমরাই ইটপাটকেল ছুড়ে ছিল তার প্রমাণ কোথায়? এখনও কি তার তদন্ত হয়েছে? প্রশ্ন তোলেন আসাদুদ্দিন ওয়াইসি। এ নিয়ে তদন্ত হওয়া উচিত, তদন্তের আগেই মুসলিমদের টার্গেট করে তাদেরকে শাস্তি দেওয়া অন্যায় বলে মন্তব্য করেন তিনি। একইসঙ্গে তিনি জানতে চান মসজিদে যারা ঝান্ডা লাগিয়েছে, যারা আগুন লাগিয়েছে তাদের গ্রেফতার করা হয়েছে কি? তিনি আরও প্রশ্ন তোলেন, এই ঘটনায় কতজন পুলিশ অফিসারকে কর্তব্যে গাফিলতির জন্য সাসপেন্ড করা হয়েছে?

উল্লেখ্য, কয়েকদিন আগেই রামনবমীর মিছিলে ইট ও পাথর ছোড়ার অভিযোগ ওঠে মধ্যপ্রদেশের বেশ কয়েকটি স্থানে। যা নিয়ে দুই সম্প্রদায়ের মধ্যে শুরু হয় সাম্প্রদায়িক সংঘর্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে নামানো হয় বিশাল পুলিশবাহিনী। এই ঘটনায় আহত হন পুলিশ ও সাধারণমানুষ। ঘটনায় জড়িত থাকার অভিযোগে প্রায় ১০০ জনকে গ্রেপ্তার করেছে মধ্যপ্রদেশ পুলিশ। একইসঙ্গে এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে প্রায় ৪৫ টি দোকান ও ঘরবাড়ি ভেঙে গুঁড়িয়ে দিয়েছে মধ্যপ্রদেশ সরকার। যা নিয়ে দেশ জুড়ে শুরু হয়েছে জোড়াল সমালোচনা।

Related Articles

Back to top button
error: