বিজেপি নেতার মৃত্যুতে উদ্বেগ প্রকাশ, তদন্ত হলেই বেরিয়ে আসবে রহস্য: মন্তব্য ফিরহাদ হাকিমের

নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা, কলকাতা: বাইরে থেকে ক্রিমিনাল নিয়ে আসা, এই কালচারটা এনেছে অর্জুন। তদন্ত হোক সব সামনে বেরিয়ে আসবে। বিজেপি নেতা খুনের ঘটনায় এমনই মন্তব্য করলেন মন্ত্রী ফিরহাদ হাকিম। আজ তিনি বলেন, যে কোন মৃত্যু অত্যন্ত দুঃখের। মনিশ শুক্লা আমারও খুব পরিচিত ছিল। অর্জুন সিং এর চাপে বিজেপি করতে বাধ্য হয়েছিল। যে রেপেন দিয়ে গুলি করা হয় তা সাধারণত বাংলার ক্রিমিনালরা ব্যাবহার করে না। আশ্চর্য লাগছে এই আর্মস কোথা থেকে এল? তাহলে কি বাইরে থেকে ক্রিমিনাল নিয়ে আসা হয়েছিল? কারা করল? কি স্বার্থে করল? তিনি আরো বলেন, শুনেছি বিজেপিতে অশান্তিতে ছিল। তৃণমূলে ফিরে আসার প্রচেষ্টা ছিল। একই গাড়ি থেকে অর্জুন সিং নেমে গেলেন, আর তারপরই মনীষ খুন হল? কোন ষড়যন্ত্র নয় তো? প্রশ্ন ফিরহাদ হাকিমের।