HighlightNewsরাজ্য

মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের পদত্যাগের দাবিতে খাদ্য ভবনের সামনে বিক্ষোভ কংগ্রেস ও সিপিআইএমের 

নিজস্ব সংবাদ, টিডিএন বাংলা: প্রাক্তন খাদ্যমন্ত্রী এবং বর্তমানে রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের পদত্যাগের দাবিতে পৃথক ভাবে খাদ্য ভবনের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে প্রদেশ কংগ্রেস ও সিপিআইএম। মূলত সরকারি ভাবে জনগণকে দেওয়া রেশন সামগ্রী খোলা বাজারে বিক্রি করে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠেছে জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে। তারই পরিপ্রেক্ষিতে এই বিক্ষোভ। যদিও এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে উল্টে তার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি।

এদিন দক্ষিণ কলকাতার জেলা কংগ্রেসের পক্ষ থেকে পূর্ব পরিকল্পিত কর্মসূচি অনুযায়ী রেশন দপ্তর হেড অফিসে লিন্সে স্ট্রীট মুখ দিয়ে এই মিছিলটি খাদ্য ভবন এর দিকে যায় এবং সেখানে গিয়ে জ্যোতিপ্রিয় মল্লিকের কুশপুতুল দাহ করা হয়। এই বিক্ষোভ থেকে মূলত দাবী করা হয় পাহাড় প্রমান দুর্নীতির কারণে প্রাক্তন খাদ্যমন্ত্রী এবং বর্তমানে বনমন্ত্রীকে মন্ত্রী সভা থেকে বরখাস্ত করা হোক। আন্দোলনকারীদে দাবি রাজ্য সরকারের প্রত্যক্ষ এবং পরোক্ষ মদেতে গরিবদের জন্য বরাদ্দ বিনামূল্যে চাল আটা গম সহ নানা প্রকার রেশন সামগ্রী খোলা বাজারে বিক্রি করে কোটি কোটি টাকার মুনাফা লাভ করে রাজ্যে কত বকিবুর রহমান তৈরি হয়ে গেছে তার কোন হিসেব নেই।

অন্যদিকে সিপিআইএমের বিক্ষোভ সমাবেশ থেকে মূলত দাবী করা হয়, সাধারণ মানুষদের রেশন সামগ্রী থেকে বঞ্চিত করে তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীরা পাহাড় প্রমাণ দুর্নীতি করেছে। এই উভয় পক্ষের বিক্ষোভ থেকে অবিলম্বে তাদের শাস্তি দাবি করা হয়।

Related Articles

Back to top button
error: