রাজ্য

কৃষি বিল নিয়ে পথে কংগ্রেস, সরব সুজন

নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা, কলকাতা: কৃষি বিলের প্রতিবাদে গর্জে উঠল যুব কংগ্রেস। সোমবার কয়েকশো কংগ্রেস কর্মী রাজভবনের গেটের বাইরে বিক্ষোভে ফেটে পড়ে কেন্দ্রের এই কৃষি বিলের প্রতিবাদে। এই বিল কৃষক বিরোধী বিল বলে মনে করছে কংগ্রেস। এদিন যুব কংগ্রেসের এই বিক্ষোভকে ঘিরে ব্যাপক উত্তপ্ত হয়ে ওঠে রাজভবন চত্বর। বিক্ষোভকারীদের হটাতে গিয়ে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ব্যাপক ধস্তাধস্তি শুরু হয়। কেন্দ্রের এই নয়া কৃষি বিল কৃষকদের আত্মহত্যার পথে ঠেলে দেবে বলে এদিন বিক্ষোভকারীরা অভিযোগ করেন।
কেন্দ্রের এই কৃষি বিলের প্রতিবাদে সোচ্চার হলেন বাম পরিষদীয় দল নেতা সুজন চক্রবর্তীও। তিনি বলেন বিজেপি সরকার গায়ের জোরে এই বিল পাশ করিয়েছে। বিরোধীরা প্রতিবাদ করায় বিরোধী সাংসদদের সাসপেন্ড করা হয়েছে। এর নিন্দার কোন ভাষা হয় না।

Related Articles

Back to top button
error: