তালিবানদের সম্পর্কে বিতর্কিত মন্তব্যের জের ! সাংসদ শফিকুরের বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা

Samajwadi Party MP Shafiqur Rahman Barq. (Photo| Youtube screengrab)

টিডিএন বাংলা ডেস্ক : তালিবানদের সঙ্গে ভারতের স্বাধীনতা সংগ্রামের তুলনা। যার খেসারত দিতে হচ্ছে সমাজবাদী পার্টির সাংসদ শফিকুর রহমান বার্ককে।

ঠিক কী বলেছিলেন তিনি? উত্তরপ্রদেশের সাংসদ শাফিকুর রহমান বার্ক বলেন, ‘আফগানিস্তানে তালিবানদের উত্থান এবং পুনর্দখল ভারতের স্বাধীনতা সংগ্রামের সমতুল্য।’ সাংসদ আরও বলেন, ”তালিবান এমন একটা সংগঠন যারা রাশিয়া বা আমেরিকা কাউকেই নিজেদের দেশ দখল করতে দেয়নি। তালিবানরা চায় স্বাধীনতা। একটা সময় আমরাও ব্রিটিশদের বিরুদ্ধে আমরা লড়াই করেছিলাম।”

এই মন্তব্যের বিরুদ্ধে বিজেপি নেতা রাজেশ সিংঘল, ওমভির খাদাগওয়াংশি সাংসদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সাংসদের বিরুদ্ধে ১২৪-এ রাষ্ট্রদ্রোহ, ১৫৩-এ শত্রুতার প্রচার এবং ২৯৫-এ ধর্মীয় উস্কানিমূলক মন্তব্যের মামলা দায়ের করা হয়েছে।

সাংসদের এহেন মন্তব্যের তীব্র বিরোধিতা করেন উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য। তাঁর কথায়, পাক প্রধানমন্ত্রী ইমরান খানও এমন কথা বলেছেন। সমাজবাদী পার্টির পক্ষে সব কিছুই সম্ভব। তাঁদের অনেকেই দেশের জাতীয় সঙ্গীত জনগনমন গাইতে পারেন না। সন্ত্রাসবাদীরা ধরা পড়লে অনেকে পুলিশের সমালোচনা করেন।