টিডিএন বাংলা ডেস্ক: করোনার দ্বিতীয় ঢেউয়ের সাথে পাল্লা দিয়ে বেড়ে চলেছে করোনা সংক্রমনের সংখ্যা।ইতিমধ্যেই দৈনিক সংক্রমনের নিরিখে আমেরিকা কে পেছনে ফেলে বিশ্বের মধ্যে সর্বোচ্চ স্থানে পৌঁছে গিয়েছে ভারত। এই পরিস্থিতিতে করোনার টিকাকরনের ওপরে বিশেষ নজর দিয়েছে কেন্দ্র। ১ মে থেকে ১৮ বছরের ঊর্ধ্বে প্রত্যেক ব্যক্তিকে করোনার টিকা দেওয়া হবে বলে ঘোষণা করেছে কেন্দ্র সরকার। এবার উত্তরপ্রদেশে করোনার সংক্রমণ রুখতে ১ মে থেকে ১৮ বছরের ঊর্ধ্বে প্রত্যেক ব্যক্তিকে বিনামূল্যে করোনার টিকা দেওয়া হবে বলে ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এর আগে, সপ্তাহের শেষে শুক্রবার রাত ৮টা থেকে সোমবার সকাল ৭টা পর্যন্ত লকডাউন ঘোষণা করেছে যোগী সরকার। এ ছাড়া রাত্রিকালীন কার্ফুও জারি করা হয়েছে উত্তরপ্রদেশে।
গতকাল রাতে করোনার ক্রমবর্ধমান সংক্রমণ প্রসঙ্গে মন্ত্রিসভার বৈঠক ডাকেন যোগী আদিত্যনাথ। ওই বৈঠকের শেষে তিনি টুইট করে জানান,”রাজ্যের সবাইকে জানাচ্ছি, মন্ত্রিসভার বৈঠকে আমরা সিদ্ধান্ত নিয়েছি উত্তরপ্রদেশে ১৮ বছরের ঊর্ধ্বে সবাইকে বিনামূল্যে টিকা দেওয়া হবে। করোনা হারবে। ভারত জিতবে।”
प्यारे प्रदेशवासियों,
आज मंत्रिपरिषद की बैठक में यह निर्णय लिया गया है कि उत्तर प्रदेश में 18 वर्ष से अधिक आयु के सभी प्रदेशवासियों का कोरोना टीकाकरण @UPGovt द्वारा निःशुल्क कराया जाएगा।
कोरोना हारेगा, भारत जीतेगा…
— Yogi Adityanath (मोदी का परिवार) (@myogiadityanath) April 20, 2021