রাজ্য

কোভিড টিকাকরনে এবার ভারত সেবাশ্রম সংঘ

নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা, কলকাতা: করোনা মোকাবিলায় টিকাকরণ কর্মসূচী নিয়ে এগিয়ে এল ভারত সেবাশ্রম সংঘ। আজ মঙ্গলবার  দক্ষিণ কলকাতার বালিগঞ্জে সংঘের প্রধান কার্যালয়ের শ্রীনাথ হলে এক  টিকাকরণ শিবির অনুষ্ঠিত হয় । তিনশো জন মানুষকে  কোভিশিল্ড টিকা দেওয়া হয়।

সঙ্ঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ বলেন, পীড়িতের সেবায় সবসময়ই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসেছে ভারত সেবাশ্রম সংঘ। এবার কোভিড অতিমারি আবহে, জনসাধারণের জন্য বিনামূল্যে কোভিডের টিকার ব্যবস্থা করা হয়েছে সঙ্ঘের পক্ষ থেকে।
তিনি বলেন,রাজ্যের বিভিন্ন গ্রামে সংঘের তত্ত্বাবধানে এই টিকাকরণ শিবির হয়েছে। কলকাতাতে এটি প্রথম শিবির।

কনফেডারেশন অফ্ ওয়েস্ট বেঙ্গল ট্রেড এসোসিয়েশন এবং রবীন্দ্র সরোবর ফ্রেন্ডস ফোরামের যৌথ সহযোগিতায় এই টিকাকরণ অনুষ্ঠিত হল। অগস্টের দ্বিতীয় সপ্তাহে আবার পরবর্তী শিবির অনুষ্টিত হবে বলে তিনি জানান।

Related Articles

Back to top button
error: