জঙ্গিপুর পুলিশ জেলায় সাইবার সেলের উদ্বোধন
নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা, মুর্শিদাবাদ: প্রযুক্তিগত দিক থেকে আরো একধাপ এগিয়ে এবার সাইবার সেল গঠন করলো জঙ্গিপুর পুলিশ জেলা। সোমবার আনুষ্ঠানিকভাবে এই সাইবার সেলের উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার(জঙ্গিপুর) ওয়াই রঘুবংশী। এসময় আরো অন্যান্য কর্মকর্তারা সামিল হন। মূলত জঙ্গিপুর এসপি অফিস কার্যালয় থেকেই চলবে নতুন সাইবার সেলের কার্যক্রম।
উল্লেখ করা যেতে পারে, পুলিশ প্রশাসনের অপরাধ দমনে কাজের গতি আনতে এবছরের শুরুতেই জঙ্গিপুর মহকুমা নিয়ে আলাদা ভাবে জঙ্গিপুর পুলিশ জেলা গঠন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জঙ্গিপুর পুলিশ জেলার প্রথম পুলিশ সুপার হন ওয়াই রঘুবংশী। দায়িত্ব নিয়েই কার্যত তৎপরতার সহিত কাজ করে চলেছেন তিনি। একের পর উদ্যোগের অংশ হিসাবে সােমবার নতুনভাবে জেলায় অন্তর্ভুক্ত হল সাইবার সেল। মূলত ক্রাইমের সমস্যার সমাধান করতে এবং তা কমিয়ে আনার লক্ষে আলাদা ভাবে সাইবার সেল গঠন করা হয়েছে। প্রাথমিক ভাবে প্রতিটি থানা প্রশিক্ষিত একজন অফিসার ও দু’জন কর্মী নিয়োগ করার পাশাপাশি আগামীদিনে অফিসার, কনস্টেবলদের মধ্যে আগ্রহী ও প্রশিক্ষিতদের আরও নিয়ােগ করা হবে। প্রতিটি থানাতেও থাকবেন প্রশিক্ষিত কর্মী।