HighlightNewsরাজ্য

ডিএ-র দাবিতে ধর্মঘটে সামিল কর্মচারীদের শোকজ নোটিস! শঙ্কিত নন জানাচ্ছেন কর্মচারীরা

টিডিএন বাংলা ডেস্ক: ১০ মার্চ বকেয়া ডিএ পরিশোধ এবং কেন্দ্রীয় হারে ডিএ-র দাবিতে ধর্মঘটে সামিল হওয়া সরকারি কর্মচারীদের শোকজ নোটিস পাঠাচ্ছে সরকার! তবে এতে শঙ্কিত নন বলে জানাচ্ছেন কর্মচারীরা।
সরকারের কোনো হুমকি ধুমকিকে তারা পরোয়া করেন না বলে জানিয়ে দিয়েছেন আন্দোলনকারীরা। পাশাপাশি তারা স্পষ্ট ভাবে এটাও জানিয়েছেন, যত দিন না তাদের দাবি পরিপূর্ণ ভাবে আদায় হচ্ছে ততদিন এই আন্দোলনও চলবে। এমনকি তাদের দাবি আদায় না হলে সারা রাজ‍্যের সরকারি পরিষেবা স্তব্ধ করে দেওয়া হবে বলে হুঁশিয়ারিও দিয়েছে আন্দোলনকারীরা।

উল্লেখ্য যে, ডিএ-র দাবিতে দীর্ঘ দিন ধরে কলকাতার শহীদ মিনারে আন্দোলন করছেন রাজ্য সরকারি কর্মচারীদের একাধিক সংগঠন। তাদের দাবি এখনও আদায় না হওয়ায় গত ১০ মার্চ ধর্মঘটের ডাক দিয়েছিল তারা। রজ‍্য সরকারের চরম হুঁশিয়ারি উপেক্ষা করে সেই ধর্মঘটে যোগ দেন অসংখ্য রাজ্য সরকারি কর্মচারী। এবার সেই কর্মচারীদের নিয়ম বর্হিভূত ভাবে ছুটি করার জন্য শাস্তিমূলক ব্যবস্থা হিসাবে তাদের শোকজ করা হচ্ছে। সরাসরি নবান্নের তরফে না হলেও এই কাজ করছে স্ব স্ব ডিপার্টমেন্ট। তবে কর্মচারীরা জানিয়ে দিয়েছেন তারা কোনো মতেই ভীত নন। বরং তারা শোকজের জবাব কি দেবেন তাও ঠিক করে ফেলেছেন। আন্দোলন‍রত সংগঠনের পক্ষ থেকে পরামর্শ দেওয়া হয়েছে জবাবে যেন লেখা হয়, “গত ১০ মার্চ আমি নিয়ম মেনেই নায্য দাবির পক্ষে ধর্মঘট করেছি।”

Related Articles

Back to top button
error: