রাজ্য

“বাবার কষ্ট হচ্ছে, এই করোনা পরিস্থিতিতে মানুষের জন্য কাজ করতে পারছেন না”; জেল থেকে বেরিয়ে বললেন ফিরহাদ-কন্যা সাবা

টিডিএন বাংলা ডেস্ক: “বাবার কষ্ট হচ্ছে, এই করোনা পরিস্থিতিতে মানুষের জন্য কাজ করতে পারছেন না”–প্রেসিডেন্সি জেলে রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ও কলকাতা পৌরসভার মেয়র ফিরহাদ হাকিমের সঙ্গে সাক্ষাৎ করে এমনটাই জানালেন কন্যা সাবা। প্রসঙ্গত, গতকাল নারদ-কান্ডে সিবিআই-এর হাতে গ্রেফতার হন রাজ্যের পুর ও নগর উন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম, পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, কামারহাটি বিধানসভার বিধায়ক মদন মিত্র ও কলকাতা পৌরসভার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। এরপর সিবিআইয়ের বিশেষ আদালতে সন্ধ্যেবেলা তাদের জামিনের আর্জি মঞ্জুর হয়ে গেলেও সেই নির্দেশে স্থগিতাদেশ দেয় কলকাতা হাইকোর্ট। ফলে রাতেই চার হেভিওয়েট নেতাকে নিয়ে যাওয়া হয় প্রেসিডেন্সি জেলে। এরপর ভোররাতে অসুস্থ হওয়ার কারণেমদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়কে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে গতকাল রাতে জেলের হাসপাতালেই চিকিৎসা হয় ফিরহাদ হাকিমের। এরপর আজ সকালে আইনজীবীকে সঙ্গে নিয়ে বাবার সঙ্গে সাক্ষাৎ করতে যান সাবা। জেল থেকে বেরিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন,”বাবার কষ্ট হচ্ছে, এই করোনা পরিস্থিতিতে মানুষের জন্য কাজ করতে পারছেন না। বাবার শরীর ঠিক আছে। তিনি কিছুটা ভেঙে পড়েছেন।”

ইতিমধ্যেই শারীরিক অবস্থার অবনতির কারণে এসএসকেএম হাসপাতালে ভর্তি হয়েছেন মদন মিত্র, শোভন চট্টোপাধ্যায় এবং সুব্রত মুখোপাধ্যায়। এসএসকেএম হাসপাতালে উডবার্ন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন তিন হেভিওয়েট নেতা। পরে জানা গিয়েছিল ফিরহাদ হাকিমকেও এসএসকেএম হাসপাতালে শারীরিক পরীক্ষা করানোর জন্য নিয়ে আসা হবে। তবে এখনো পর্যন্ত প্রেসিডেন্সি জেলেই রয়েছেন ফিরহাদ হাকিম। দুপুরে প্রেসিডেন্সি জেলে গিয়ে সুপার এর মাধ্যমে কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকে প্রয়োজনীয় রিপোর্ট দিয়ে আসেন অতীন ঘোষ।

অন্যদিকে, নারদ মামলায় সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল করতে চলেছে সিবিআই। সূত্রের খবর অনুযায়ী, ধৃত চার নেতা-মন্ত্রী সুপ্রিম কোর্টে জামিনের আবেদন করলে, যাতে একতরফা শুনানি না হয়, তার জন্যই সিবিআই ক্যাভিয়েট দাখিল করতে চলেছে। ইতিমধ্যে রাজ্যের পুর ও নগর উন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম ও পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় এবং কামারহাটি বিধানসভার বিধায়ক মদন মিত্রের গ্রেফতারি প্রসঙ্গে বিস্তারিতভাবে বিধানসভার স্পিকারকে জানিয়েছে সিবিআই। কোন মামলায়, কী অভিযোগে, কেন তাঁদের গ্রেফতার করা হল, সে সম্পর্কে বিস্তারিত তথ্য স্পিকারকে জানানো হয়েছে বলেই দাবি করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

Related Articles

Back to top button
error: