দেশ
দৈনিক মৃত্যুর হারে নয়া রেকর্ড; একদিনে করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন ৪,৩২৯ জন
টিডিএন বাংলা ডেস্ক: দৈনিক সংক্রমণের হার একটু কমলেও কমেনি করোনা আক্রান্তের মৃত্যুর হার। দৈনিক মৃত্যুর হারে ফের নয়া রেকর্ড গড়লো দেশ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুসারে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৪,৩২৯ জন। গতকালের থেকে সংক্রমণের হার সামান্য কম হলেও একদিনে করোনায় আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৬৩ হাজার ৫৩৩ জন। দেশে এখনও পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়েছেন ২ কোটি ৫২ লক্ষ ২৮ হাজার ৯৯৬ জন। এখনও পর্যন্ত দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা ২ লক্ষ ৭৮ হাজার ৭১৯। অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনাকে জয়ী করে সুস্থ হয়ে উঠেছেন মোট ৪ লক্ষ ২২ হাজার ৪৩৬ জন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, দেশে এখনও পর্যন্ত করোনার সঙ্গে লড়াই করে মোট সুস্থ হয়ে উঠেছেন ২কোটি ১৫ লক্ষ ৯৬ হাজার ৫১২ জন।