দেশ

ঘূর্ণিঝড় তকতের প্রভাবে মুম্বইয়ে ডুবে গেল “বার্জ পি-৩০৫” জাহাজ, নিখোঁজ ১৭১ জন, উদ্ধার ১৪৬ জন

টিডিএন বাংলা ডেস্ক: ঘূর্ণিঝড় তকতের প্রভাবে মুম্বইয়ে ডুবে গেল “বার্জ পি-৩০৫” জাহাজ। জানা গেছে, সোমবার যে সময় ঘূর্ণিঝড় তকতে আছড়ে পড়ে মুম্বইয়ে ওই জাহাজটি মুম্বইতে আটকে ছিল। জাহাজে মোট যাত্রী ছিলেন ২৭৩ জন। ওই জাহাজটি ডুবে যাওয়ার খবর পাওয়ার সাথে সাথে উদ্ধারকার্য শুরু করা হয়। জাহাজের ১৪৬ জন যাত্রী উদ্ধার হয়েছেন। তবে এখনো পর্যন্ত নিখোঁজ ১৭১ জন যাত্রী।

বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রাপ্ত খবর অনুযায়ী, জাহাজটিকে বাঁচানোর জন্য আগে থেকেই নৌসেনাকে অ্যালার্ট জারি করে দেওয়া হয়েছিল এবং সেই মতো যথাসাধ্য চেষ্টা করে নৌসেনা। “বার্জ পি-৩০৫”-কে বাঁচাতে রওনা হয় আইএনএস কোচি। তবে ঘূর্ণিঝড়ের প্রভাবে সমুদ্রের উত্তাল ঢেউ বারবার বাধা হয়ে দাঁড়ায় উদ্ধারকার্যে। পরে উদ্ধারকার্য রওনা হয় আইএনএস কলকাতা।

Related Articles

Back to top button
error: