টিডিএন বাংলা ডেস্ক: করোনা চিকিৎসায় ‘ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন’ এবং হায়দরাবাদের ওষুধ প্রস্তুতকারক সংস্থা ডঃ রেড্ডিজ যৌথভাবে প্রস্তুত ‘ড্রাগ’ “২-ডিঅক্সি-ডি-গ্লুকোজ”কে জরুরি অবস্থায় ব্যাবহারের জন্য ছাড়পত্র দিল ‘দ্য ড্রাগ কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া’।ডিসিজিআই-এর পক্ষ থেকে বলা হয়েছে, করোনা চিকিৎসার এই ওষুধটির ক্লিনিক্যাল ট্রায়াল চলেছে গত বছর মে থেকে অক্টোবর পর্যন্ত। ৩ ধাপে দেশের মোট ১১টি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা চলেছে। তাতে দেখা গিয়েছে, কোভিডে আক্রান্ত রোগীদের সুস্থ করে তুলতে দ্রুত কাজ করছে এই ওষুধটি। এর পাশাপশি যাঁদের শরীরে অক্সিজেনের অভাব তৈরি হচ্ছে, তাঁদের ক্ষেত্রেও যথেষ্ট লাভদায়ী প্রমাণিত হয়েছে ওষুধটি। এমনকি করোনা আক্রান্ত যে সমস্ত রোগীদের ওপর এই ওষুধটি প্রয়োগ করা হয়েছে তাঁদের রিপোর্ট নেগেটিভ এসেছে। ডিসিজিআই-এর পক্ষ থেকে বলা হয়েছে এই ওষুধটি পাউডার হিসেবে জলে গুলে খাওয়া যাবে।
Related Articles
হরিয়ানায় নিহত সাবির মল্লিকের পরিবারের সাথে জামাআত নেতৃত্বের সাক্ষাৎ, ন্যায়বিচার দাবি
2 September 2024
পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস ও বিজেপির পারস্পরিক বোঝাপড়া ও মেরুকরণ আবারও সামনে চলে এসেছে: আইএসএফ
5 June 2024