টিডিএন বাংলা ডেস্ক: দিল্লির পাতিয়ালা হাউস কোর্ট অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজকে দুবাই যাওয়ার অনুমতি দিয়েছে। বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দুবাইয়ে একটি কনফারেন্সে যোগ দিতে আদালতের কাছে অনুমতি চেয়েছিলেন জ্যাকলিন। এই বিষয়ে আদালত রায় ঘোষণার জন্য দু’ দিনের সময় চায়, যার পর শুক্রবার অনুমতি দেওয়া হয়।প্রসঙ্গত, ঠগ সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে জড়িত ২০০ কোটি টাকার আর্থিক তছরুপের মামলায় জ্যাকলিন একজন অভিযুক্ত। এই মামলায় জ্যাকলিনকে জেরা করছে ইডির। মূলত এই কারণেই বিদেশে যাওয়ার আদালতের কাছে অনুমতি চান জ্যাকলিন।