HighlightNewsদেশ

দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার বাড়িতে হামলা “বিজেপির গুন্ডাদের”; অভিযোগ আম আদমি পার্টির, গ্রেফতার ৬

টিডিএন বাংলা ডেস্ক: দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া বাড়ীতে আজ সকালে পুলিশের উপস্থিতিতে বিজেপির গুন্ডারা হামলা চালিয়েছে। এমনটাই অভিযোগ করা হয়েছে দিল্লির শাসক দল আম আদমি পার্টির পক্ষ থেকে। ঘটনার সময় বাড়িতে উপস্থিত ছিলেন না মণীশ সিসোদিয়া। যদিও সে সময় তাঁর বাড়িতে উপস্থিত ছিলেন তাঁর পরিবার। আম আদমি পার্টির অভিযোগ, দিল্লি পুলিশের উপরে দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া এবং তাঁর পরিবারের সুরক্ষার দায়িত্ব থাকলেও তাঁদের উপস্থিতিতেই মণীশ সিসোদিয়ার বাড়িতে ঢুকে ভাঙচুর চালায় বিজেপির গুন্ডা বাহিনী। এই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের অভিযোগের আঙুল তুলে দিয়েছেন আম আদমি পার্টির সাংসদ আতিশি এবং রাঘব চাড্ডা।

আতিশি এবং রাঘব চাড্ডার শেয়ার করা ওই ভিডিওতে দেখা যাচ্ছে একদল মানুষ দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া বাড়ির দিকে এগিয়ে আসছে এবং তারা উপ মুখ্যমন্ত্রীর বাড়ির গেটে উপস্থিত দিল্লি পুলিশের কর্মীদের সরিয়ে দিয়ে গেট ভেঙে সরাসরি বাড়ির ভেতর ঢুকে যাচ্ছে। কিছু পুলিশ কর্মী তাদের ভেতরে ঢুকতে বাধা দিচ্ছে বলেও দেখা গেছে।এক সর্ব ভারতীয় সংবাদ সংস্থার খবর অনুযায়ী, এই ঘটনায় এখনও পর্যন্ত ৬ জনকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ।

এই ঘটনার সম্পর্কে জানিয়ে এবং নিজের বাড়ির সামনের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে দিলি উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া টুইট করে লিখেছেন,”আজ আমার অনুপস্থিতিতে বিজেপির গুন্ডারা গেট ভেঙে আমার বাড়িতে ঢুকে পড়ে এবং আমার স্ত্রী ও সন্তানদের উপরে আক্রমণ করার চেষ্টা করে। আপনি (কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ট্যাগ করেন, যার অধীনে রয়েছে দিল্লি পুলিশ।) দিল্লিতে রাজনৈতিক যুদ্ধে হেরে গেছেন বলে এইভাবে তার জবাব দেবেন?”

এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালএই ঘটনার জন্য সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে দায়ী করে টুইট করেছেন,”আমি উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার বাড়ির উপর নিয়মতান্ত্রিক, সংগঠিত এবং হিংসাত্মক হামলার তীব্র নিন্দা জানাই। বিজেপির গুন্ডা বাহিনীর দিল্লি পুলিশের উপস্থিতিতে তাঁর বাড়িতে ঢুকেছে যখন তিনি বাড়িতে ছিলেন না। দিল্লিতে বিজেপি কেন এতটা মরিয়া হয়ে উঠছে?”

প্রসঙ্গত, গত মঙ্গলবারইদিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল অভিযোগ করেছিলেন, কৃষক আন্দোলনে সমর্থন জানিয়ে কৃষক নেতাদের সঙ্গে সাক্ষাৎ করতে যাওয়ার পর থেকেই তাঁকে “গৃহবন্দি” করে রাখা হচ্ছে। প্রসঙ্গে তিনি সেসময় বলেন,”একটি গণতন্ত্রে এভাবে রাজনৈতিক নেতাদের টার্গেট করা উদ্বেগজনক বিষয়।”

এদিনও বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কোন ভয়ের ওপরে হামলার ঘটনার কথা উল্লেখ করে গণতন্ত্রের প্রসঙ্গ উত্থাপন করে কেজরিওয়াল আরো লেখেন,”একটি গণতন্ত্রে এইভাবে রাজনৈতিক নেতাদের টার্গেট করা খুবই উদ্বেগজনক বিষয়। বিজেপির সর্বভারতীয় সভাপতির কনভয়ের ওপর এভাবে হামলা একটি গম্ভীর বিষয়, এই ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করা উচিত এবং এই ঘটনার জন্য যে বা যারা দায়ী তা খুঁজে বার করা উচিত।”

অপরদিকে, মণীশ সিসোদিয়ার বাড়িতে এই হামলার ঘটনার প্রসঙ্গ উল্লেখ করে দিল্লির সাংসদ তথা আম আদমি পার্টির নেত্রী আতিশি বলেছেন,”দিল্লির রাজনৈতিক ইতিহাসে এটি একটি কালো দিন …দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া অনুপস্থিতিতে তাঁর বাড়িতে আক্রমণ করার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাঁর দলের গুন্ডা বাহিনী এবং দিল্লি পুলিশকে ব্যবহার করেছেন।”

আম আদমি পার্টির সাংসদ রাঘব চাড্ডা দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া বাড়িতে হামলার একটি ভিডিও ফুটেজ শেয়ার করে টুইট করে লিখেছেন,”দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার বাড়িতে আগে থেকে পরিকল্পিত এবং হিংসাত্মক আক্রমণ, রোমহর্ষক। দিল্লিতে বারংবার লজ্জাজনক হারের পর হতাশ বিজেপি মারাত্মক সহিংসতার আশ্রয় নিয়েছে। তারা কি আপ নেতাদের সরিয়ে দেওয়ার মাধ্যমে আপকে সরিয়ে দিতে চায়?”

 

Related Articles

Back to top button
error: