যুক্তরাজ্যে যাওয়ার জন্য কেন্দ্রের অনুমোদন পেলেন দিল্লির শিক্ষামন্ত্রী অতীশি

টিডিএন বাংলা ডেস্কঃ আপ সরকারের শিক্ষামন্ত্রী অতীশিকে আগামী সপ্তাহে একটি সরকারী সফরে যুক্তরাজ্য (ইউকে) যাওয়ার জন্য কেন্দ্রীয় সরকার প্রয়োজনীয় অনুমোদন দিয়েছে। বুধবার, দিল্লি হাইকোর্টে অতীশির আবেদনের শুনানি চলাকালীন কেন্দ্র সরকার এই তথ্য দিয়েছে।


কেন্দ্র বিচারপতি চন্দ্রধারী সিংয়ের একটি বেঞ্চকে বলেছে, অতীশিকে যুক্তরাজ্যে তাঁর সরকারী সফরের জন্য রাজনৈতিক ছাড়পত্র দেওয়া হয়েছে। এখন প্রস্তাবটি আরও অনুমোদনের জন্য অর্থনৈতিক বিষয়ক বিভাগে পাঠানো হয়েছে যা প্রক্রিয়া করা হবে এবং অতীশি ভিসা পারমিটের জন্য আবেদন করতে পারবেন।