HighlightNewsদেশ

বেআইনি বার মামলায় জয়রাম রমেশ, পবন খেড়া, নেট্টা ডি’সুজাকে তলব করে টুইট মুছে ফেলার নির্দেশ দিল দিল্লি হাইকোর্ট

টিডিএন বাংলা ডেস্ক: বেআইনি বার মামলায় কংগ্রেস নেতা জয়রাম রমেশ, পবন খেড়া এবং নেট্টা ডি’সুজাকে তলব করল দিল্লি হাইকোর্ট। কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানের মেয়েকে নিয়ে করা টুইট গুলি মুছে দেওয়ার নির্দেশ দিল দিল্লি হাইকোর্ট।

প্রসঙ্গত, ২৪ জুলাই কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি কংগ্রেসে একটি আইনি নোটিশ পাঠিয়েছিলেন। ওই নোটিশে বলা হয়েছিল, তাঁর মেয়ের বিরুদ্ধে যে ভুল, বিভ্রান্তিকর, অবমাননাকর বক্তব্য ছড়ানো হচ্ছে, তা অবিলম্বে বন্ধ করা হোক।

উল্লেখ্য, কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির মেয়ের নাম গোয়ায় একটি বেআইনি বার বিবাদে জড়িয়ে যাওয়ার পর স্মৃতি ইরানি একটি দেওয়ানি মামলা করেন। এই প্রসঙ্গে দিল্লি হাইকোর্ট কংগ্রেস নেতা জয়রাম রমেশ, পবন খেরা এবং নেট্টা ডিসুজাকে সমন জারি করেছে। শুধু তাই নয়, জয়েশ ইরানিকে অভিযুক্ত করে সমস্ত টুইট মুছে ফেলারও নির্দেশ দিয়েছে উচ্চ আদালত।

কয়েকদিন আগে অভিযোগ করেছিল, গোয়ায় সিলি সোলস ক্যাফে অ্যান্ড বার নামে একটি রেস্তোরাঁ স্মৃতি ইরানির মেয়ে জোয়েশ ইরানি চালান এবং ওই রেস্তোরাঁর অবৈধ লাইসেন্স রয়েছে। কংগ্রেস অভিযোগ করেছিল, যে ব্যক্তির নামে মদের লাইসেন্স নেওয়া হয়েছে, সেই ব্যক্তি ১৩ মাস আগে মারা গেছেন। এ বিষয়ে আইনজীবী ইরেজ রদ্রিগেজ অভিযোগ জানিয়েছিলেন। তারপরেই বিষয়টি নিয়ে সরব হয় কংগ্রেস।

Related Articles

Back to top button
error: