জামিয়া সহিংসতার মামলায় ট্রায়াল কোর্টের সিদ্ধান্ত প্রত্যাহার করেছে দিল্লি হাইকোর্ট, ১১ জনের মধ্যে অভিযুক্ত করা হয়েছে ৯ জনকে

ছবি সংগৃহীত, প্রতীকী ছবি

টিডিএন বাংলা ডেস্ক: জামিয়া মিলিয়া ইসলামিয়া ইউনিভার্সিটি সহিংসতার মামলায় ট্রায়াল কোর্টের রায় বাতিল করে দিল্লি হাইকোর্ট এই মামলায় ১১জন অভিযুক্তের মধ্যে ৯জনকে পুনরায় অভিযুক্ত করেছে। এর মধ্যে রয়েছেন সাফুরা জারগার, শারজিল ইমাম, আসিফ ইকবাল তানহা, মোহাম্মদ কাসিম, মেহমুদ আনোয়ার, শাজার রাজা, উমায়ের আহমেদ, মোহাম্মদ বিলাল নাদিম এবং ছন্দা যাদব।

সহিংসতা, বেআইনি সমাবেশ, সরকারি কর্মচারীদের পথে বাধা এবং আরও একাধিক ধারায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এর আগে, ৪ ফেব্রুয়ারি, ট্রায়াল কোর্ট সহিংসতার মামলায় ১১জনকে বেকসুর খালাস দেয়। ট্রায়াল কোর্টের ওই সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করেছিল দিল্লি পুলিশ।