HighlightNewsদেশ

“প্রমাণ জমা দিতে ব্যর্থ” দিল্লি পুলিশ; আদালতে বেকসুর খালাস তাবলীগী জামাতের ৩৬ জন বিদেশি সদস্য

টিডিএন বাংলা ডেস্ক: তাবলীগী জামাতের ১৪ দেশের মোট ৩৬ জন বিদেশি অভিযুক্তদের বেকসুর খালাস দিল দিল্লির আদালত।মঙ্গলবার দিল্লির এক আদালত তাবলীগী জামাতের ওই সদস্যদের বিরুদ্ধে কোন প্রমাণ না মেলায় তাদের বিরুদ্ধে থাকা সমস্ত অভিযোগ খারিজ করে দেয়।

দিল্লি পুলিশের তরফ থেকে জমা দেওয়া চার্জশিটে তাবলীগী জামাতের ওই সদস্যদের বিরুদ্ধে করোনার বিধি ভঙ্গ সহ একাধিক অভিযোগ দায়ের করা হয়েছিল। আট জনের বিরুদ্ধে ভিসার নিয়ম ভঙ্গ করার অভিযোগও দায়ের করা হয়েছিল। তবে মঙ্গলবার অভিযুক্তদের বিরুদ্ধে দিল্লি পুলিশ যথেষ্ট প্রমাণ জমা দিতে ব্যর্থ হওয়ায় ৩৬ জন বিদেশি সদস্যকেই বেকসুর খালাস করেন দিল্লির চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অরুণ কুমার গর্গ।পাশাপাশি সাক্ষীদের জবানবন্দিতে অমিলের প্রসঙ্গ উল্লেখ করেও দিল্লি পুলিশকে ভর্ৎসনা করেন দিল্লির চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অরুণ কুমার গর্গ।

প্রসঙ্গত, চলতি বছরের মার্চ মাসে দিল্লির নিজামুদ্দিন মারকাজের ভেতরে ধর্মীয় সভায় যোগদানের জন্য ৩৬ জন বিদেশি সদস্যদের বিরুদ্ধে একাধিক অভিযোগ দায়ের করেছিল দিল্লি পুলিশ। ২৪ আগস্ট ওই সদস্যদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৮৮নং ধারা, ২৬৯ নং ধারা, মহামারী আইনের তিন নম্বর ধারা-সহ একাধিক ধারায় মামলা করা হয়েছিল। মঙ্গলবার দিল্লির একটি আদালত ওই সমস্ত সদস্যদের বেকসুর খালাস দেয়।

 

Related Articles

Back to top button
error: