HighlightNewsদেশ

দিদি বলেন খেলা হবে বিজেপি বলে শিক্ষা-চাকরি-হাসপাতাল-স্কুল হবে; ভোট প্রচারে এসে বললেন মোদি

টিডিএন বাংলা ডেস্ক: বৃহস্পতিবার পুরুলিয়ার ভাঙরায় নবকুঞ্জের মাঠে আয়োজিত বিজেপির জনসভা থেকে শাসক দল তৃণমূলের খেলা হবে স্লোগানকে কটাক্ষ করে একের পর এক রাজ্য সরকারের ব্যর্থতার খতিয়ান তুলে ধরে আক্রমণ করেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি। সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম না উচ্চারণ করে মোদি বলেন,”পুরুলিয়ার জলসঙ্কট বড় সমস্যা। আগে বাম, এখন তৃণমূল সরকার কিছু কাজ করেনি। এখানে শুধু ভেদাভেদের রাজনীতি। ৮ বছর পরেও পুরুলিয়ায় জল প্রকল্প তৈরি হয়নি। তৃণমূল সরকার নিজের খেলায় মত্ত। এর জবাব কে দেবে দিদি? পুরুলিয়ার মানুষ জবাব চায় দিদি। পর্যটনের উন্নতিতে কোনও কাজ হয়নি। এত বছরে একটাও সেতু তৈরি হয়নি।”

পাশাপাশি তৃণমূলের ‘খেলা হবে’ স্লোগানকে কটাক্ষ করে নরেন্দ্র মোদি পাল্টা জবাবী হামলা করে বলেন,”দিদি বলে খেলা হবে, বিজেপি বলে বিকাশ হবে। দিদি বলে খেলা হবে, বিজেপি বলে শিক্ষা হবে। দিদি বলে খেলা হবে, বিজেপি বলে সোনার বাংলা হবে। দিদি বলে খেলা হবে, বিজেপি বলে প্রত্যেক ঘরে জলের কল হবে, পরিষ্কার জল হবে। দিদি বলে খেলা হবে, বিজেপি বলে চাকরি হবে। দিদি বলে খেলা হবে, বিজেপি বলে গ্রামে গ্রামে জনসুবিধা হবে। দিদি বলে খেলা হবে, বিজেপি বলে হাসপাতাল হবে। দিদি বলে খেলা হবে, বিজেপি বলে স্কুল হবে।”

একদিকে যখন মা-মাটি-মানুষকে কাছে টানতে একের পর এক সরকারি প্রকল্প ও প্রতিশ্রুতির খতিয়ান দিচ্ছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তেমনি মুখ্যমন্ত্রীর সেই উন্নয়নের প্রচেষ্টাকে নিছক ‘চিন্তার খেলা’ বলে কটাক্ষ করতে ছাড়েননি মোদি। তিনি বলেন,”বাংলার ভাইবোনেদের চিন্তার খেলা আপনি ১০ বছর খেলেছেন, এবার খেলা শেষ হবে, বিকাশ শুরু হবে। বাংলার মানুষের থেকে খেলার চিন্তা বেশি তৃণমূলের। দিদি ভুলে যাচ্ছেন, বাংলার জনতা বিরোধিতায় তৈরি। ১০ বছর ধরে বিশ্বাসঘাতকতা, দুর্নীতির এবার শেষ হবে বিধানসভা ভোটে। আপনি খেলতে থাকুন, বাংলার মানুষের স্মৃতিশক্তি খুব জোর। গাড়ি থেকে বেরিয়ে কী ভাবে লোককে ধমকেছেন সবার সব মনে আছে।”

ভাঙরার সভা থেকেই তৃণমূলের সঙ্গে মাওবাদীদের সম্পর্কের অভিযোগ তুলে প্রধানমন্ত্রী আরও বলেন,”দিদির নির্মম সরকার মাওবাদীদের হাত আরও শক্ত করেছে। কারা তৃণমূলের সাহায্যে গরিবের টাকা লুঠ করে। সবাই জানে কয়লা মাফিয়া, বালি মাফিয়ারা কাদের অধীনে কাজ করে। নিজেদের রাজনীতির স্বার্থে মাওবাদীদের সাহায্য করে তৃণমূল। এর ফলে গরিব ক্ষতিগ্রস্ত হচ্ছে। গরিবের টাকা লুঠ করেছে তৃণমূল। প্রত্যেক বাঙালি এখন বলছে, অত্যাচার অনেক করেছ দিদি, ভয় দেখানো তোমার অস্ত্র, রুখে দাঁড়াবে এবার বাংলার মানুষ। মা দুর্গার আশীর্বাদে তোমায় পরাস্ত করবে। তৃণমূলের পরাজয় তৈরি। সিন্ডিকেট, কাটমানির পরাজয় হবে। তোলাবাজের পরাজয় নিশ্চিত।”

পাশাপাশি এই দিনের ওই জনসভায় থেকেই পুরুলিয়ার পরিযায়ী শ্রমিক প্রসঙ্গ উস্কে দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতিশ্রুতি,”পশ্চিমবঙ্গের সব জায়গাকে রেললাইন দিয়ে জুড়ে ফেলা আমাদের কাজ। প্রায় ৫০ হাজার কোটির প্রজেক্টের কাজের স্বীকৃতি দেওয়া হয়েছে। ডানকুনি সেকশনে জোরদার কাজ হবে। পুরুলিয়া ইস্ট কোরিডোরের সঙ্গে যুক্ত হবে। সড়ক যোগাযোগও উন্নত করা হবে। কেন্দ্রীয় সরকারের বাজেটে ১০০০ কোটির বিশেষ ব্যবস্থা করা হয়েছে। ২ মে-র পর এমন কাজ হবে যাতে এখানকার মানুষকে বাইরে যেতে না হয়।”

Related Articles

Back to top button
error: