HighlightNewsদেশ

রাজ্যসভায় নিজের মন্তব্য পেশ করতে গিয়ে নাটকীয় ভাবে সাংসদ পদ এবং তৃণমূল ছাড়লেন দীনেশ ত্রিবেদী

টিডিএন বাংলা ডেস্ক: রাজ্যসভায় নিজের মন্তব্য পেশ করতে গিয়ে এদের নাটকীয় ভাবে সাংসদ এবং দলের সদস্যরা ছাড়লেন তৃণমূল সাংসদ দীনেশ ত্রিবেদী। এককথায় রাজ্যসভায় নিজের এই সিদ্ধান্তের কথাই ঘোষণা করেন তিনি। দীনেশ ত্রিবেদী বলেন,”আমার রাজ্যের সর্বত্র হিংসাত্মক ঘটনা ঘটছে। অথচ আমরা কিছু বলতে পারছি না। আমি রবীন্দ্রনাথ, নেতাজির ভূমি থেকে আসা মানুষ। তাই এটা আমি আর দেখতে পারছি না। আমি একটি দলে আছি। তাই দলের শৃঙ্খলা মেনে চলতে হচ্ছে। কিন্তু আমার দমবন্ধ হয়ে আসছে। এর চেয়ে ইস্তফা দিয়ে বাংলায় গিয়ে কাজ করা ভাল।”

শুধু তাই নয়, তাঁর বক্তব্য,”আমি আমার অন্তরের ডাক শুনেছি। সকলকেই কখনও না কখনও অন্তরাত্মার ডাক শুনতে হয়।” তিনি আরো বলেন,”আমি তৃণমূল ছাড়ছি। তবে পশ্চিমবঙ্গের মানুষের জন্য কাজ করতে চাই।”

 

 

Related Articles

Back to top button
error: