HighlightNewsদেশ

পাপ ছাড়ে না বাপকেও! রঞ্জিৎ সিং হত্যা মামলায় যাবজ্জীবন ভণ্ডবাবার

টিডিএন বাংলা ডেস্ক : সাংবাদিক রণজিৎ সিং হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত স্বঘোষিত ধর্মগুরু গুরমিত রাম রহিমকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দিল পঞ্চকুলার বিশেষ সিবিআই আদালত। পাশাপাশি ৩৫ লক্ষ টাকা জরিমানা ধার্য করেছে আদালত। ২০০২ সালের সেই খুনের মামলায় ডেরা সাচা সৌদার প্রধান ছাড়াও চারজনের যাবজ্জীবন সাজা হয়েছে। বাকি অপরাধীদের ৫০ হাজার টাকা করে জরিমানার নির্দেশ দিয়েছে আদালত। সেই টাকার অর্ধেক পাবেন নিহত রঞ্জিত সিংয়ের পরিবার। পুলিশ সূত্রে খবর, এদিন স্বঘোষিত ধর্মগুরুকে সাজা ঘোষণার সময়ে সশরীরে সিবিআই কোর্টে উপস্থিত ছিল না রাম রহিম। আশ্রমের দুই শিষ্যাকে ধর্ষণের অভিযোগে ২০১৭ সাল থেকে জেলে ভণ্ড বাবা। তাকে রোহতক জেলার কারাগারে রাখা হয়েছে। সেখান থেকেই ভিডিও কলের মাধ্যমে ভার্চুয়ালি এই মামলার রায় দানে উপস্থিত ছিল রাম রহিম। গত ৮ অক্টোবর ডেরা প্রধানকে এই মামলায় দোষী ঘোষণা করে আদালত। ওই দিনই রাম রহিম ছাড়াও দোষী সাব্যস্ত করা হয় কৃষ্ণন লালা, জসবীর সিং, অবতার সিং এবং সবদিলকে। উল্লেখ্য, ২০০২ সালে হরিয়ানার কুরুক্ষেত্রের খানপুর কোলিয়ান গ্রামে ডেরার প্রাক্তন ম্যানেজার রঞ্জিতকে খুন করা হয়ে। এই সংক্রান্ত গোপন প্রচারাভিযান শুরু করেছিলেন রঞ্জিত সিং। সেই সন্দেহেই তাঁকে রাম রহিমের নির্দেশে খুন করা হয়। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার (সিবিআই) চার্জশিটেও এমনই লেখা হয়েছিল। রঞ্জিৎকে খুনের ষড়যন্ত্র করেছিলেন রামরহিম। সোমবারের রায়ের পর রঞ্জিতের ছেলে জগসীর বলেন, ”আমরা সন্তুষ্ট। আমার পরিবারের জন্য এটা দীর্ঘ লড়াই ছিল।”

Related Articles

Back to top button
error: