HighlightNewsদেশ

হাবুডবু কেরলে বাড়ল মৃতের সংখ্যা, নিখোঁজ বহু

টিডিএন বাংলা ডেস্ক : গত তিন দিনে প্রবল বর্ষণের শিকার কেরল। বন্যা, ভূমিধসে হাহাকার কেরলের একাধিক জেলায়।দিনে দিনে বাড়ছে মৃতের সংখ্যাও। রবিবার পর্যন্ত ধস সরিয়ে ১৮ জনের দেহ উদ্ধার হয়েছিল। সোমবার কোট্টায়াম এবং ইদুক্কি জেলা থেকে আরও ৯ জনের দেহ উদ্ধার করেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী।কেরলকে বলা হয় ভগবানের আপনদেশ! আর সেই দেশই এখন কার্যত জলের তলায়। অধিকাংশ নদী বিপদসীমার ওপর দিয়ে বইছে। রাস্তা-ঘাট সব জলের তলায়। ভেসে গিয়েছে বহু বাড়ি। সরকারি সুত্রে খবর, বৃষ্টির চেয়ে বেশি বিপর্যয়ের কারণ ভূমিধস। বাঁধের জল ছাড়ায় পরিস্থিতি আরও ঘোরাল হয়ে উঠেছে।এই পরিস্থিতিতেই শবরীমালা দর্শন শুরু হয়েছে। কিন্তু পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে যাত্রা স্থগিত রেখেছে কেরল সরকার। বেস ক্যাম্প থেকে যারা মন্দিরে যাত্রার উদ্দেশে অপেক্ষা করছেন, তাঁদের বাড়ি ফিরতে নির্দেশ দেওয়া হয়েছে। সূত্রের খবর, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের টেলিফোনে কথা হয়েছে। আবহাওয়ার উন্নতি কবে হবে? সে নিয়ে নিশ্চিতভাবে কিছু বলতে পারছে না মৌসম ভবন।

Related Articles

Back to top button
error: