HighlightNewsখেলা

বাজি ফাটাবেন না, পরিবেশ বাঁচান, প্রদীপ জ্বালিয়ে মিষ্টিমুখ করে পরিবারের সঙ্গে সময় কাটান; দীপাবলীতে আর্জি বিরাট কোহলির

টিডিএন বাংলা ডেস্ক: করোনাকালে বায়ু দূষণ রুখতে আতস বাজি পোড়ানোর ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে আদালত। সেই নির্দেশ মেনে দেশের বিভিন্ন শহরের বায়ু দূষণের পরিমাণ অনুযায়ী, সংশ্লিষ্ট রাজ্য প্রশাসনের তরফ থেকে দীপাবলীর রাত্রে দু ঘন্টার জন্য গ্রীন ক্র্যাকার ফাটানোর অনুমতি দেওয়া হয়েছে।করোনার পরিবেশে বাজির বিষাক্ত ধোঁয়া যে পরিবেশ কে আরো বেশি গম্ভীর করে তুলতে পারে তা নিয়ে আগেই সতর্ক তা দিয়ে জারি করেছিলেন চিকিৎসকরা এবং বিশেষজ্ঞরা। করোনায় আক্রান্তদের কমবেশি সবার মধ্যেই যে শ্বাসকষ্টের সমস্যা দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে বাজি ফাটালে তার ফল হতে পারে মারাত্মক।ইতিমধ্যেই দেশের বেশ কিছু শহরে বাজি পোড়ানো এবং বাজি বিক্রি করার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবুও বাজি ফাটানো একেবারে বন্ধ করা যাবে কিনা তা নিয়ে সন্দেহে রয়েছেন অনেকেই। ঠিক এই পরিস্থিতিতেই দেশের মানুষের উদ্দেশ্যে দীপাবলীর শুভেচ্ছা জানানোর পাশাপাশি দীপাবলি উপলক্ষে বাজিনা পুড়িয়ে পরিবেশ বাঁচানোর আর্জি জানিয়েছেন ভারতের ক্রিকেট অধিনায়ক বিরাট কোহলি। এটি টুইটের মাধ্যমে নিজের একটি ছোট্ট ভিডিও শেয়ার করে বিরাট কোহলি বলেছেন,”আমার তরফ থেকে আপনাদের এবং আপনাদের পরিবারের সকলকে দীপাবলির শুভেচ্ছা। ঈশ্বর আপনাদের শান্তি, সমৃদ্ধি দিক। দয়া করে মনে রাখুন, বাজি পোড়াবেন না। পরিবেশকে রক্ষা করুন। একটা সাধারণ প্রদীপ জ্বালিয়ে ও মিষ্টিমুখ করে বাড়ির সদস্যদের সঙ্গে এই শুভ মুহূর্তটা উদযাপন করুন।”

 

Related Articles

Back to top button
error: